Friday, January 19, 2024

Trans

প্রাগৈতিহাসিক যুগেও মানুষ প্রযুক্তির ব্যবহার  করত। নানারকম পাথরের যন্ত্রপাতি এবং সাধারণ হাতুড়ি আদিম মানুষের প্রযুক্তি ও নৈপুণ্যের পরিচয় এখনো বহন করছে। সভ্যতার অগ্রগতির পথরেখায় মানুষ প্রস্তর যুগ থেকে ব্রোঞ্জ যুগে এবং ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগে উপনীত হয়েছে। মানুষ চাকার ব্যবহার জেনেছে এবং বর্তমানে হালকা ধাতু এবং মহাকাশযানের যুগে বাস করছে। সাধারণ হাতুড়ির বদলে স্বয়ংক্রিয় চাপ যুক্ত হাতুড়ির ব্যবহার এবং অবিরাম জটিল কাজের জন্য যন্ত্রের ব্যবহার জরুরী হয়ে উঠেছে। শক্তির ক্ষেত্রে অবিরাম গবেষণা আমাদের যন্ত্রচালনার ক্ষমতা দিয়েছে। এইসব যন্ত্রের সহায়তায় আমরা স্বয়ং চালিত শিল্পের নতুন যুগে এসে পৌঁছেছি।

Humans used technology even in prehistoric times. A variety of stone tools and simple hammers still bear witness to the technology and craftsmanship of primitive man. Humans progressed from the Stone Age to the Bronze Age and the Bronze Age to the Iron Age . People have known the use of wheels and Currently living in the age of light metals and spaceships. The use of automatic pressure hammers instead of ordinary hammers and the use of machines for continuous complex work has become essential. Constant research in the field of energy has given us the ability to operate machinery. With the help of these devices we have reached a new era of automotive industry.

No comments: