Thursday, March 31, 2022

করোনা ভাইরাস প্রবন্ধ রচনা

 সূচনা‍:- সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষ নিজের প্রখর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উন্নত থেকে উন্নততর সভ্যতার পথে অগ্রসর হয়েছে । কালের নিয়মে জন্ম নিয়েছে আধুনিক বিজ্ঞান , অত্যাধুনিক প্রযুক্তি ; জীবন লাভ করেছে এক অনন্য মাত্রা । সভ্যতার জয়যাত্রার পথে মানুষ আজ ভূগর্ভ থেকে মহাকাশ পর্যন্ত পাড়ি দিয়েছে । কিন্তু পাশাপাশি একথাও সত্য যে পৃথিবীর বুকে সভ্যতা যতই জাঁকিয়ে বসেছে , ততই পাল্লা দিয়ে বেড়েছে মানুষের জীবনের নিত্যনতুন চ্যালেঞ্জ । ভিন্ন ভিন্ন যুগে জীবনের এই প্রতিকূলতার রূপও ভিন্ন ভিন্ন । কখনো আঘাত আসে ভূমিকম্প , বন্যা বা খরার মতো প্রাকৃতিক দুর্যোগ রূপে ; কখনো বা পৃথিবীর বুকে কোন মহাজাগতিক বস্তু আছড়ে পড়ার আশঙ্কায় মানুষ ভোগে অস্তিত্ব সংকটে ; আবার কখনো সভ্যতার মৃত্যুর পদধ্বনি শোনা যায় কোন মারণরোগ কিংবা মহামারীর আগমনে । বিশ্বব্যাপী প্রাণসংহারী এই মহামারীর তালিকায় নবতম সংযোজন ঘটায় ।

বৈশিষ্ট্য :- একটি নির্দিষ্ট অঞ্চল থেকে এটি বৃহৎ অঞ্চলে ছড়িয়ে পড়ে বলে একে এপিডেমিক বা মহামারী নামে আখ্যায়িত করা হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ এ পর্যবেক্ষিত এই ভাইরাসটির শরীরজুড়ে খাজকাটা অসংখ্য কন্টক একে আপাতভাবে একটি রাজমুকুটের আকার দেয় । এই ভাইরাসটি ভাইরাসগোষ্ঠীর অন্যান্য সদস্যদের তুলনায় আয়তনে বেশ খানিকটা বড় । এটি ডায়ামিটারে ০.০৬ মাইক্রন থেকে ০.১৪ মাইক্রন বা গড়ে ০.১২৫ মাইক্রন পর্যন্ত হয়ে থাকে । করোনাভাইরাস এই পৃথিবীর রোগের দুনিয়ায় নতুন নয় । ১৯৬০ খ্রিস্টাব্দে প্রথম মানুষের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত হয় । তারপর থেকে ২০০৩ সাল পর্যন্ত মানুষের শরীরে রোগ বহনকারী প্রায় পাঁচ প্রকারের । নোভেল করোনা ভাইরাস ঘটিত রোগটিকে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন কোভিড -১৯ নামে । যার পুরো কথা হল Corona Virus Disease 19 ( COVID - 19 ) .

সংক্রমণের রুপ:- মিউকাস এর মাধ্যমে শরীরে প্রবেশ করে এই ভাইরাসটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে । এক্ষেত্রেও প্রধান লক্ষ্য হয়ে থাকে মানুষের শ্বাসযন্ত্র । অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসটি প্রধানত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে সংক্রমণ ঘটায় ।

সারাবিশ্বে এর প্রভাব:- বিশ্বব্যাপী এই ভাইরাসটির সংক্রমণের কারণ সংক্রান্ত ব্যাপারে আর বিস্তারিত আলোচনার অবকাশ আছে বলে মনে হয় না । কি কি ভাবে এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে সে ব্যাপারে বড় বড় চিকিৎসক থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অব্দি কেউই এখনো সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি । তবে এই ভাইরাসটির সংক্রমণ বিশেষজ্ঞদের মতে চারটি পর্যায়ে বিভক্ত । প্রথমটি হল , এমন ধরনের মানুষ যারা বিশেষভাবে সংক্রমিত অঞ্চল থেকে সরাসরি সংক্রমিত হয়ে এসেছে । দ্বিতীয় পর্যায়টি হল , যেখানে সরাসরিভাবে সংক্রমিত হওয়া সেই সব মানুষ গুলি নিজেদের সংস্পর্শে আসা অন্যান্য মানুষদের শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটায় । তৃতীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এক বৃহত্তর অঞ্চল জুড়ে । যার ফলে বিশ্বে হাসপাতালে হাহাকার দেখা গেছে, দেশগুলোতে লকডাউন দেখা দিয়েছে, কলকারখানা সব বন্ধ যার কারণে পরিবেশ সবুজ হয়ে উঠলেও রোজগারহীন মানুষেদের না খেতে পেয়ে দিন কাটাতে হয়েছে।

সামাজিক অবস্থানের পরিবর্তন:- করোনা ভাইরাস মানুষ মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি করেছে ফলে মানুষের মধ‍্যে সমাজিকতার মধ‍্যে প্রাচীর গড়ে দিয়েছে। যেখানে মানুষ বেশি পরিমাণে ব‍্যাক্তিতান্ত্রিক হয়ে পড়েছে।

পরিত্রাণের উপায়:- কোভিড -১৯ এর নির্দিষ্ট চিকিৎসা বলে কোন কিছু নেই । উপসর্গ অনুযায়ী এর চিকিৎসা হয়ে থাকে । তাই এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হল ভ্যাক্সিনেশন বা টিকাকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ । বিশেষজ্ঞদের মতে এই প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে প্রধানত মানুষে মানুষে সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রাখার প্রথাকে বোঝানো হয় । এই নিয়মের পালনের নিমিত্তই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারগুলি দেশ বা নির্দিষ্ট সংক্রমিত অঞ্চল জুড়ে জারি করে লকডাউন । তাছাড়া বিজ্ঞানীরা এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বারবার বিশেষ ধরনের মাস্কের ব্যবহার এবং হাত পরিষ্কার রাখার উদ্দেশ্যে ৭০ % আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্বারা তৈরি স্যানিটাইজার তথা সাবান ব্যবহারের পরামর্শ দিয়েছেন । এছাড়াও তারা জানিয়েছেন সংক্রমণ চলাকালীন বিশেষ প্রয়োজন এবং মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোনো সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে । তা না হলে করোনাভাইরাস কে প্রতিরোধ করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না ।

টিকাকরণ কর্মসূচি:- সমগ্র বিশ্বব্যাপী দীর্ঘ গবেষণার পর পৃথিবীর বিভিন্ন দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা আবিষ্কারে সক্ষম হয়েছে । সর্বপ্রথম যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল দীর্ঘ গবেষণার পর করোনাভাইরাসের একটি টিকা আবিষ্কার করে তার ট্রায়াল শুরু করে । এর পরবর্তীতে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ও চীন নিজের স্বদেশে আবিষ্কৃত ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে দেয় । রাশিয়াতে সর্বপ্রথম এই ভ্যাকসিন গ্রহণ করেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কন্যা । আমাদের উপমহাদেশও ভ্যাকসিন আবিষ্কার এবং তার প্রয়োগের ক্ষেত্রে পিছিয়ে থাকেনি । ভারতের দুটি সংস্থা : সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে তৈরি দুটি ভ্যাকসিন নিয়ে আসে । এর একটির নাম হলো কোভিশিল্ড এবং অপরটি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন । প্রথমে পরীক্ষামুলকভাবে এর প্রয়োগ শুরু হয় এবং ট্রায়ালের পর্যায় সফলভাবে শেষ হবার পর ধাপে ধাপে ব্যাপকহারে জনমানসে টিকাকরণ শুরু হয়ে যায় ।

উপসংহার:- সভ্যতা যখন নিজের গতিকে অপ্রতিরোধ্য বলে মনে করে , সৃষ্টি তখন সমগ্র সভ্যতাকে ক্ষণিকের জন্য স্তব্ধ করে দেয় । একটি ক্ষুদ্র আণুবীক্ষণিক ভাইরাস যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে এই প্রবাদ বাক্যের সত্যতাই প্রমাণ করে দিল । আবারো আমরা দেখতে পেলাম সৃষ্টির কাছে আমরা ঠিক কতখানি অসহায় । তবে মানুষের এই অসহায়তায় প্রকৃতি বিশ্বজুড়ে দূষণকে কমিয়ে বায়ুকে আবারো বিশুদ্ধ করে তুলেছে ধীরে ধীরে । লকডাউনে শুনশান হাইওয়েতে বন্য নীলগাইয়ের চরে বেড়ানো এই দুর্যোগের পরিস্থিতিতেও আমাদের মুগ্ধ করেছে । বিশেষজ্ঞরা বলছেন যে করোনাভাইরাস পরবর্তী পৃথিবী আর আগের মতন থাকবে না । রাজনৈতিক তথা আর্থসামাজিক দিক থেকে এই বিশ্বে হয়তো আমূল পরিবর্তন ঘটে যাবে । মানুষের জীবন যাপনের ক্ষেত্রেও হয়তো আসবে জন্য স্থায়ী পরিবর্তন । তবে একথা সত্যি যে এই দুর্যোগের মেঘ কাটিয়ে উঠে আমরা খুব তাড়াতাড়ি আবার সুস্থ পৃথিবীতে শ্বাস নিতে পারব । নতুন নিয়মের সেই পৃথিবীতে আমাদের সবসময় মনে রাখতে হবে সৃষ্টির সাথে তাল মিলিয়ে সভ্যতার যাপনেই জীবনের প্রকৃত সার্থকতা ।

অনলাইন ক্লাস /অনলাইনে পড়াশোনা অনুচ্ছেদ রচনা

 

অনলাইন ক্লাস / অনলাইন পড়াশোনা

সূচনা:- বর্তমান সময়ে অনলাইন ক্লাস একটি জনপ্রিয় ধারণা। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার আমরা বহু আগে থেকেই লক্ষ্য করে আসছি। তবে সাম্প্রতিক সময় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধিতে দেশে বিদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের উপর নির্ভর করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছিলো। অনলাইন ক্লাসে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই সুবিধা অনুযায়ী ক্লাস নেয়া যায়। কারণ অনলাইন ক্লাস শুধু মাত্র ইন্টারনেটের সাথে সংযুক্তির মাধ্যমে করা যায়।

প্রত‍্যক্ষ সংযোগের অভাব:- অতিমারি করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বে যে ভয়ংকর পরিস্হিতির সৃষ্টি করে তার জন‍্য সমস্ত রকমের কাজ প্রায় বন্ধ হয়ে যায়। এই ভয়াবহ পরিস্হিতিতে স্কুলে গিয়ে পড়াশোনা একেবারেই অসম্ভব ছিলো কারণ ছাত্রসমাজ হল আমাদের ভবিষ্যত প্রজন্ম।

অনলাইন ক্লাস কী / কিভাবে করে:- ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা-কার্যক্রম পরিচালনাই অনলাইন ক্লাস। এখন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কোন প্লাটফর্ম থেকে কোন একটি শ্রেণির পাঠ অধ্যায়ন  করা সম্ভব হচ্ছে। বর্তমান অনলাইন ক্লাস প্লাটফর্ম হিসেবে জুম,মিটিং, ফেইসবুক, ইউটিউব ইত্যাদি খুবই জনপ্রিয়। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এসব প্লাটফর্মে ক্লাস নিয়ে থাকেন এবং শিক্ষার্থীরাও এর থেকে উপকৃত হচ্ছে।

অনলাইন ক্লাস করতে আপনার প্রয়োজন হবে ডেস্কটপ, ল্যাপটপ অথবা ১০ ভার্সনের একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এর যে কোন একটি। সাধারণত বিভিন্ন ক্লাসের নির্দিষ্ট বিষয়ের উপর অনলাইন ক্লাস নেয়া হয়ে থাকে।

অনলাইন ক্লাসের উপকরণ সমূহ:- অনলাইন ক্লাস নিতে বা করতে ডেস্কটপ,ল্যাপটপ বা এন্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে। যার সাথে ইন্টারনেট সংযোগ থাকবে। এর সাথে একটি মাইক্রোফোন,ওয়েব ক্যামেরা লাগবে।এইসব ডিভাইসের মাধ্যমে শিক্ষক ও ছাত্র অনলাইনে যোগাযোগ স্থাপন করে ক্লাস নিয়ে থাকে। এত ছাত্র  সঠিক ভাবে আপনার কাংখিত বিষয়টি অনলাইনের মাধ্যমে অধ্যায়ন করতে পারে। কারণ এসব ডিভাইসের মাধ্যমেই আপনি ইন্টারনেটের মাধ্যমে ক্লাসে যুক্ত হবেন।ওয়েব ক্যামটি ল্যাপটপ, ডেস্কটপের সাথে সেট করে ক্যামেরার মাধ্যমে সরাসরি ক্লাস নেয়া যাবে। কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও করে কলে ক্লাস নিলে ওয়েব ক্যামের আর প্রয়োজন নেই। সে ক্ষেত্রে ক্লাস নেয়া বা করা একটু অসুবিধাজনক। তবুও কাজ চালানোর জন্য মোবাইল ফোনের ব্যবস্থা করা যেতে পারে।শিক্ষক যখন অনলাইনে ক্লাস নেবেন তখন মাইকের মাধ্যমে তা রেকর্ড হবে এবং ছাত্রদের কাছে যাবে। আবার ছাত্র হলে কোন প্রশ্ন করার ক্ষেত্রে তার মাইকটি কাজে লাগবে। কারণ মাইক ছাড়া বক্তব্য কেউ কারো কাছে পৌঁছাতে পারবেন না। তাই মাইক অনলাইন ক্লাসের জন্যে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস।অনলাইন প্লাটফর্ম বলতে আমরা ইউটিউব, ফেইসবুক,জুম,মিটিং,Google Duo  ইত্যাদি কে বুঝি। মূলত এসব প্লাটফর্ম এর মাধ্যমেই ক্লাস নেওয়া হয়। এই প্লাটফর্ম গুলোর মাধ্যমে ছাত্র শিক্ষকের সরাসরি যোগাযোগ ঘটে। তাই অনলাইন ক্লাসের জন্যে ইন্টারনেট প্লাটফর্ম গুলো গুরুত্বপূর্ণ।যদিও বলা হয়ে থাকে যেকোন জায়গা থেকে অনলাইন ক্লাস করা যায়। প্রকৃতপক্ষে ক্লাসের জন্যে একটি নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নির্ধারণ করা উত্তম। কারণ শিক্ষক যদি কোলাহলপূর্ণ স্থান থেকে ক্লাস নিতে থাকেন তবে তা ছাত্রদের বুঝতে অসুবিধা সৃষ্টি করে।  আবার অপরিচ্ছন্ন অগোছালো জায়গা থেকে ক্লাস নিলে তা ছাত্রদের কাছে আপনার ইম্প্রেসমেন্ট নষ্ট করবে। অন্য দিকে,একজন ছাত্র হয়ে আপনি কোলহলপূর্ণ জায়গা থেকে ক্লাস করলে তা আপনার বুঝার অসুবিধা করবে। তাই অনলাইন ক্লাসের জন্যে জায়গা নির্ধারিত করা একটি জরুরি বিষয়।

সুবিধা-অসুবিধা:-  প্রত‍্যেক বিষয়েরই সুবিধা ও অসুবিধা দুটি দিকই থাকে। তেমনি অনলাইন ক্লাসও ব্যতিক্রম না। দীর্ঘক্ষণ অনলাইন ক্লাস করায় অনেকের মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া দীর্ঘক্ষণ ইয়ার ফোন কানে লাগিয়ে ক্লাস করাও কানের জন্যে ক্ষতিকর। তাই আপনি পছন্দের বিষয় শিখবেন ঠিক আছে কিন্তু তা রুটিন মাফিক স্বাস্থ্যের ক্ষতি না করে করুন। যাতে করে আপনার দু দিকই রক্ষা পায়। এছাড়া বর্তমানে অনলাইন ক্লাস নির্ভর হয়ে যাওয়াতে অনেক শিক্ষার্থী বই ভিত্তিক পড়ায় মনোযোগ ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে। তাই দীর্ঘ সময় অনলাইন ক্লাস নয়।

উপসংহার:- প্রযুক্তি আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। অনলাইন ক্লাস তার উদাহরণ। এখন অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ঘরে বসেই ক্লাস করতে ও করানো হচ্ছে। অনলাইন ক্লাসের মাধ্যমে কঠিন বিষয় সহজ হচ্ছে। এখন ঘরে বসে অভিজ্ঞ শিক্ষদের পাঠ গ্রহণ করা সম্ভব বিনা খরচে। তাই বলা যায় প্রযুক্তির এই আশীর্বাদ আমাদের খুশি মনে গ্রহণ করা উচিত এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের কর্তব্য।

English Preparation practise sentence

 সঠিক অনুবাদ বেছে নিন:।

Select the correct translation:.
সঠিক অনুবাদ লিখুন:।
Enter the correct translation:.
স্পষ্ট ও সঠিক অনুবাদ
Perfect and accurate translation.
কথাটির সঠিক অনুবাদ জানতে চান?
Can you figure out the correct translation?
এই শব্দটির সঠিক অনুবাদ খুঁজে পাওয়া দুষ্কর।
It is difficult to find a precise translation for this phrase.
স্পষ্ট ও সঠিক অনুবাদ
Clear and precise translation.
সুবিধাজনক এবং সঠিক অনুবাদ
Convenient and accurate translation.
তবেই সঠিক অনুবাদ সম্ভব।
As correct translation is impossible.
আপনি খেলা গ্রন্থে সঠিক অনুবাদ আমাকে সাহায্য করতে পারেন তাহলে
If you can help me with the correct translation of the text in the game

তবেই সঠিক অনুবাদ সম্ভব।
The probability of correct translation is.
এটা সঠিক অনুবাদ আর এর ফলে বিষয়বস্তু আরও স্পষ্ট হয়।
This is an accurate translation and makes the text clearer.
এই শব্দটির সঠিক অনুবাদ খুঁজে পাওয়া দুষ্কর।
It is difficult to find an appropriate translation of the word.
স্পষ্ট ও সঠিক অনুবাদ
Efficient and exact translations.
তবে মনে রাখবে গুগল অনুবাদ সব সময় সঠিক অনুবাদ দেয় না।
[...]
translation does not always cope with the correct translation of terminology.
[...]
এরূপ বক্তব্য থাকতে হবে যে এটা‘ দেখা দলিল থেকে করা সত্য ও সঠিক অনুবাদ'।
[...]
statement from the authorised translator that it is a‘true and correct translation made from the document sighted'.

আমি জাপানি ভাষায়" সংকলন" এর সঠিক অনুবাদ খুঁজে পাইনি তাই আমি এটাকে আগের মতো রেখে দিয়েছি।
I couldn't find the right translation of"curation" in Japanese so I left it as it is.
[...]
যা দিয়ে আপনি দ্রুত ইংরেজি বা রাশিয়ান ভাষায় একটি শব্দের জন্য সঠিক অনুবাদ পেতে…।
[...]
with which you can quickly find the right translation for a word in English or Russian….
[...]
এই মর্মে সন্তুষ্ট হয় যে আবেদনকারী কর্মটির সঠিক অনুবাদ২[ বা পুনরুৎপাদন] তৈরী ও
[...]
[...]
is satisfied that the applicant is competent to produce and publish a correct translation of the work
[...]
[...]
তবে আপনি যে কোয়ান্টাম পদার্থবিদ্যা( যদি সঠিক অনুবাদ এবং বোঝা যায়) খুঁজে বের করতে পারেন তবে ধারণাটি সম্পূর্ণ প্রমাণ দেয় যে আমরা একটি সিমুলেশনতে থাকি।
[...]
you can find out that quantum physics(if properly translated and understood) provides complete proof of the idea that we live in a simulation.
[...]
তাই" অভ্যুত্থান" সঠিকভাবে সঠিক অনুবাদ নয়।
[...]
so"coup" is not necessarily the correct translation.
[...]
তাই" অভ্যুত্থান" সঠিকভাবে সঠিক অনুবাদ নয়।
[...]
so"coup" is not necessarily the correct translation.
[...]
কার্যকলাপ প্রবাহ সঠিক অনুবাদ হবে( আপনাকে অনুবাদ ডিফল্ট ভাষা সেট)।
[...]
the activity stream will be properly translated(given you set translate default language).
[...]
ব্যবহার করেছেন অথবা অন্য ভাষায় এই নামগুলোর সঠিক অনুবাদ যে শব্দগুলোর মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ব্যবহার করাই
[...]
[...]
be used for Allah which He himself has mentioned in the Qur'an or which are a correct translation of these names in other languages.
[...]
চীনা ভাষায় অনুবাদের ক্ষেত্রে লুফসিগের দুর্ভাগ্যজনক ক্যান্টনিজ অর্থের জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে এবং তারা এর সঠিক অনুবাদ লু ফাক সাই- এ রূপান্তর করেছে।
[...]
net expressed regret over the unfortunate Chinese translation of Lufsig in Cantonese and corrected the translation to Lu Fuk Sai.
নির্ভরযোগ্য এবং সঠিক অনুবাদের
Reliable and accurate translations.