সালফিউরিক অ্যাসিড একটি
রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই
রাসায়নিক যৌগটির নাম “হাইড্রোজেন সালফেট”। এটির সংকেত H2SO4। সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়। সালফিউরিক এসিড পূর্বে ‘অয়েল অফ
ভিট্রিয়ল’ নামে অভিহিত ছিল
প্রস্তুত প্রণালী
H2 + SO4 → H2SO4 এখনে হাইড্রজেন ও সালফেট এর
রাসায়নিক বিক্রিয়ায় সালফিউরিক এসিড তৈরি হয়। এখানে হাইড্রোজেন প্রতিস্থাপনিও
বলে এটি এসিড।
স্পর্শ
চেম্বারে 400-500 C তাপমাত্রায় Pt চূর্ণ বা V2O5প্রভাবকের উপস্থিতিতে SO2অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3উৎপন্ন করে
2SO2 + O2 → 2SO3 +
198 KJ
SO3 এর সাথে পানি যোগ করলে H2SO4 উৎপন্ন হয়
SO3 + H2O → H2SO4(98%)
তবে এ
পদ্ধতিতে তৈরি না করে নিচের পদ্ধতিতে তৈরি করা হয় | কারণ উপরোক্ত পদ্ধতিতে ধোয়ার
সৃষ্টি হয় যা ল্যাবরেটরির পরিবেশ দূষিত করে
(98%) H2SO4 +
SO3 → H2S2O7
H2S2O7 কে অলিয়াম বা পাইরো সালফিউরিক এসিড বলা হয়। H2S2O7 এর সাথে প্রয়োজনীয় পানি (H2O) যোগ করা হয়।
H2S2O7 + H2O → 2H2SO4
এভাবে
প্রয়োজনীয় ঘনমাত্রার H2SO4 তৈরি করা হয়।
ভৌত ধর্মাবলী
এটি টক স্বাদযুক্ত এটি নীল লিটমাসকে লাল করে
রাসায়নিক ধর্মাবলী
এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও
পানি উৎপন্ন করে
H2SO4 + CaO = CaSO4 + H2O
ব্যবহার
সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান
হল সালফিউরিক এসিড। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রং, ঔষধপত্র, কীটনাশক সহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক, রাবারের ভলকানাইজিং, দিয়াশলাই, বারুদ, রেয়ন ও ফটোগ্রাফিতে
ব্যবহৃত হাইপো তৈরিতে প্রচুর পরিমাণে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।
সালফিউরিক অ্যাসিড
|
|
|
নামসমূহ
|
Sulfuric acid
|
অন্যান্য নাম
অয়েল অব ভিট্রিয়ল
গন্ধকাম্ল
গন্ধক দ্রাবক
|
শনাক্তকারী
|
|
|
|
|
|
|
|
|
|
WS5600000
|
|
1830
|
বৈশিষ্ট্য
|
|
98.08 g/mol
|
বর্ণ
|
স্বচ্ছ, বর্ণহীন, ঘন্থহীন তরল
|
|
১০ °সে (৫০ °ফা; ২৮৩ K)
|
|
৩৩৭ °সে (৬৩৯ °ফা; ৬১০ K)
|
|
−3
|
|
|
ঝুঁকি প্রবণতা
|
|
Corrosive (C)
|
|
|
|
|
|
|
|
অদাহ্য
|
সম্পর্কিত যৌগ
|
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa)
অনুসারে দেওয়া হয়েছে।
|
|