Monday, October 11, 2021

অভিশপ্ত প্রহর

 আজ সোমবার। সূর্য মহাশয় আকাশ থেকে সকল গাছপালাকে যেন হাসিয়ে তুলেছে। এরকম সকাল বেশ মনোরম এমন অবস্থায় কফি খেতে খেতে মেঘশুন‍্য আকাশের কল্পনা করতে আমার বেশ ভালো লাগে। মনে হয় প্রসারিত দিগন্তে হারিয়ে যেতে ইচ্ছে হয়, হয়ত সেখানে অনেক কিছুর সাথে দেখা মিলতে পারে। মনে হয় প্রকৃতির অজানা সব রহস্য ওখানেই লুকিয়ে রয়েছে। ইচ্ছে করে ওখানে একটু উঁকি দিয়ে আসতে। এসব চিন্তাভাবনার মধ্যে হঠাৎ আমাকে চমকে দিয়ে উপস্থিত হল রামনরেশ ওরফে রামু। আমার কফির কাপটা পড়তে পড়তে বেঁচে গেল। ওর কথাবার্তা শুনে মনে হল ওর এক বিপদ হয়েছে এবং আমাকে এখুনি যেতে হবে। আগত‍্যা কি আর করি যেতেই হল ওদের ওখানে। যাওয়ার পথে আমার খুরতুতো মাসতুতো বোন সেলেনাকে ডেকে নিলাম। ঘণ্টাখানেক পথ যাওয়ার পর হাটাপথ ধরে গলির ভিতর দিয়ে গিয়ে আমরা ফাঁকা কংক্রিটের রাস্তা ধরে যেতে লাগলাম। সেই সময় শোনা গেল দূর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। কাছে যেতেই দেখলাম বেশ ভিড় জমেছে। ভিড় কাটিয়ে ভিতরে গিয়ে দেখলাম দুজন মরে পড়ে আছে, একটা মেয়ে ও একটা ছেলে। দেখে বুঝলাম মেয়েটার বয়স নয় বা দশ ও ছেলেটির বয়স মধ‍্য চল্লিশের। এরকম আশ্চর্য মৃত্যু আমার জীবনে আমি প্রথম দেখলাম।জিজ্ঞেস করে জানতে পারা গেল সম্পর্কে তারা বাবা ও মেয়ে।


Read more......

Saturday, October 9, 2021

শিশু শিক্ষায় প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের গুরুত্ব আলোচনা করো ।

 


আধুনিক শিক্ষার উদ্দেশ্য হল-শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ জীবন বিকাশের সহায়তা করা। আর যেখানে বর্তমানের প্রথাগত শিক্ষায় শিক্ষার্থীর প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ সমানভাবে প্রভাবিত করে।


শিক্ষার্থীর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন দিক দিয়ে শিক্ষার্থীকে প্রভাবিত করে। যেমন-

1️⃣ খাদ্য সরবরাহ:-প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত উদ্ভিদজগৎ শিক্ষার্থীকে ভারসাম্য বজায় রাখতে প্রভাবিত করে।

 2️⃣সুস্থ জীবন যাপন:-প্রাকৃতিক পরিবেশের এমন কিছু জীবাণু জন্মায় যেগুলি দূষিত পদার্থ নষ্ট করে এবং পরিবেশের সুস্থতা বজায় রাখে। প্রাকৃতিক পরিবেশের এর প্রভাবে শিক্ষার্থীর মধ্যে সুস্থ জীবনজাপনের প্রয়াসের শিক্ষা দেয়। 

 3️⃣দৈনন্দিন চাহিদা :- প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত যে অংশে মানুষ বাস করে তাকে বলা হয় বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ারই পৃথিবীর দূষিত পদার্থগুলি শোষণ করে। সুতরাং মানুষের জন্য যা কিছু দূষিত তা দূর করার প্রবণতা শিক্ষার্থী এই প্রাকৃতিক পরিবেশ থেকে লাভ করে।

4️⃣বস্তুর ধারণা:-  প্রাকৃতিক পরিবেশের মধ্যে পাহাড়, পর্বত, নদ-নদী এবং সমুদ্র ইত্যাদি বর্তমান এবং তাদের সমন্বয়ে পরিবেশকে সুন্দর দেখায়। প্রাকৃতিক পরিবেশের এই সৌন্দর্যমূল্য শিক্ষার্থীকে রুচিসম্মতভাবে জীবনযাপনের অনুপ্রাণিত করে এবং সক্রিয় করে তোলে।

 5️⃣কৃষি মূলক মূল্যায়ন :- প্রাকৃতিক পরিবেশ, শিক্ষার্থীকে প্রাচীন সভ্যতা গুলির সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পারে। এই ধারণা শিক্ষার্থীকে তার নিজের বসবাসের স্থান, তার কৃষ্টি ইত্যাদির মূল্যায়ন সঠিকভাবে করতে সাহায্য করে।


 সামাজিক পরিবেশের উপর গুরুত্ব:-- 

সামাজিক পরিবেশ যে সমস্ত দিক থেকে শিক্ষার্থীর জীবন বিকাশে প্রভাবিত করে তাদের মধ্যে হল-

1️⃣শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ:- সামাজিক পরিবেশের প্রভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্যাভ‍্যাস(Health Habit), খাদ্যাভ্যাস(Food Habit) ইত‍্যাদি গড়ে ওঠে।

2️⃣সামাজিক বিকাশ:-সামাজিক পরিবেশের বিশেষভাবে সমাজর অন্তর্গত পরিবারের প্রভাবে শিক্ষার্থী, অর্থনৈতিক কাঠামো সম্পর্কে সচেতন হয় এবং তার দরুন তাদের জীবনযাত্রার মান নির্ধারণ হয়।

3️⃣জীবনযত্রার মান উন্নয়ন:-সামাজিক পরিবেশের প্রভাবে শিক্ষার্থী তার নিজস্ব সংস্কৃতি এবং কৃষ্টিগত বৈশিষ্ট্যগুলি অর্জন করে। এক কথায় বলা যায় সামাজিক পরিবেশ বিশেষভাবে শিক্ষার্থীর সামাজিক বিকাশে সহায়তা করে।

4️⃣শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ:-শিক্ষালয়(School) ধর্মীয়সংস্থা(Religious Institution) ইত্যাদির মতো সামাজিক পরিবেশ অন্তর্গত সংস্থাগুলি শিক্ষার্থীর আচরণ কে প্রভাবিত করে তার মধ্যে আধ্যাত্মিক নৈতিক এবং চারিত্রিক বিকাশে সহায়তা করে।

5️⃣সু অভ্যাস গঠন:- সামাজিক পরিবেশের অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থাগুলি সমাজেরই উপাদান হিসেবে কাজ করে। শিক্ষার্থীর মধ্যে আদর্শ জীবনযাপনের উপযোগী শৃঙ্খলা বোধ স্থায়ীভাবে জাগ্রত করে।


সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে ? সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য লেখ ? সহপাঠক্রমিক কার্যাবলীর তাৎপর্য উল্লেখ করো।

 


যেসব কার্যাবলী শিক্ষার্থীর বৈদ্ধিক বিকাশের সঙ্গে তার জীবনের সর্বাঙ্গীণ বিকাশের অন্যান্য দিকে সহায়তা করে তাদের একত্রে সহপাঠক্রমিক কার্যাবলী বলা হয়।



শিক্ষার আধুনিক লোক্ষ‍্যর সঙ্গে সামঞ্জস্য রেখে বিবর্তনের ধারায় সাপেক্ষ শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্যকে সফল করার জন্যে সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা অনবদ্য।
এই কার্যাবলীর উদ্দেশ্য গুলি হল নিম্নলিখিত-
❶শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ সহায়তা করা।
❷শিক্ষার্থীর সক্রিয়তার মধ্যে বৈচিত্র এনে প্রথাগত শিক্ষার একঘেয়েমি দূর করা।
❸শিক্ষার্থীদের কর্মী স্বাধীনতা দিয়ে তাদের মধ্যে স্থায়ী শৃঙ্খলা বোধ জাগ্রত করা।
❹ব্যক্তিগত স্বাতন্ত্র অনুযায়ী শিক্ষার্থীকে বিকাশের সুযোগ দান করা।
❺শিক্ষার্থী সামাজিক ও চারিত্রিক বিকাশের সহায়তা করা।


শ্রেণিবহির্ভূত সহপাঠক্রমিক কার্যাবলী তাৎপর্য গুলি হল-

1️⃣মানসিক বিকাশ:- সুস্থ দেহে সুস্থমনের দৈহিক বিকাশ সঠিকভাবে হলে তার প্রভাব মনের উপর পড়ে। ফলে, বিতর্ক সভা, আলোচনা সভা, চিত্র অংকন ও পত্রিকা প্রকাশ ইত্যাদিতে অংশগ্রহণ করা প্রভৃতিতে শিক্ষার্থীর বৈদিক বিকাশ যথাযথ হয়।

 2️⃣সামাজিক বিকাশ:- N.C.C, N.A.S.S প্রভৃতি সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর সমাজবোধের বিকাশ ঘটে।

 3️⃣শৃঙ্খলাবোধে বিকাশ:-  শিক্ষার্থী সহপাঠক্রমিক কার্যাবলী গুলি স্বতঃস্ফূর্তভাবে করার ফলে তারমধ্যে শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে ।

4️⃣আত্মবিশ্বাস সৃষ্টি:-  সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাসী করে তোলে যেহেতু এই কাজটি তারা স্বতঃস্ফূর্তভাবে পড়ে থাকে ।

5️⃣উৎপাদনমূলক কার্য ও বৃত্তি:-  সূচের কাজ, বাগান তৈরি, সাবান তৈরি, মোমবাতি তৈরি, মাটির জিনিস তৈরি প্রভৃতি উৎপাদন মূলক কাজে শিক্ষার্থী অংশগ্রহণ করে যা অনেক ক্ষেত্রে বৃত্তির রূপ নেয় ।

6️⃣একঘেয়েমি দূরীকরণ:- কর্ম বৈচিত্র, কর্ম স্বাধীনতা পাওয়ার জন্য তার আনন্দ অনুভূতি আসে এরকম বৈচিত্র্যপূর্ণ কার্যাবলী শিক্ষার্থীরা একঘেয়েমি দূর করে ।

7️⃣প্রাক্ষোভিক বিকাশ:- শিক্ষার্থীরা যখন নানা সহপাঠক্রমিক কাজে যোগ দেয় তখন তাদের মধ্যে এক অভিনব আবেগের সৃষ্টি হয় যার ভিতর দিয়ে তাদের মধ‍্যে বিভিন্ন প্রাক্ষোভিক বিকাশ ঘটে।