Monday, July 30, 2018

sulphuric acid

সালফিউরিক অ্যাসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম হাইড্রোজেন সালফেটএটির সংকেত H2SO4সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়। সালফিউরিক এসিড পূর্বে অয়েল অফ ভিট্রিয়লনামে অভিহিত ছিল

প্রস্তুত প্রণালী

H2 + SO4 → H2SO4 এখনে হাইড্রজেন ও সালফেট এর রাসায়নিক বিক্রিয়ায় সালফিউরিক এসিড তৈরি হয়। এখানে হাইড্রোজেন প্রতিস্থাপনিও বলে এটি এসিড।
স্পর্শ চেম্বারে 400-500 C তাপমাত্রায় Pt চূর্ণ বা V2O5প্রভাবকের উপস্থিতিতে SO2অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3উৎপন্ন করে
2SO2 + O2 → 2SO3 + 198 KJ
SO3 এর সাথে পানি যোগ করলে H2SO4 উৎপন্ন হয়
SO3 + H2O → H2SO4(98%)
তবে এ পদ্ধতিতে তৈরি না করে নিচের পদ্ধতিতে তৈরি করা হয় | কারণ উপরোক্ত পদ্ধতিতে ধোয়ার সৃষ্টি হয় যা ল্যাবরেটরির পরিবেশ দূষিত করে
(98%) H2SO4 + SO3 → H2S2O7
H2S2O7 কে অলিয়াম বা পাইরো সালফিউরিক এসিড বলা হয়। H2S2O7 এর সাথে প্রয়োজনীয় পানি (H2O) যোগ করা হয়।
H2S2O7 + H2O → 2H2SO4
এভাবে প্রয়োজনীয় ঘনমাত্রার H2SO4 তৈরি করা হয়।

ভৌত ধর্মাবলী

এটি টক স্বাদযুক্ত এটি নীল লিটমাসকে লাল করে

রাসায়নিক ধর্মাবলী

এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
H2SO4 + CaO = CaSO4 + H2O

ব্যবহার

সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হল সালফিউরিক এসিড। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রং, ঔষধপত্র, কীটনাশক সহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক, রাবারের ভলকানাইজিং, দিয়াশলাই, বারুদ, রেয়ন ও ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো তৈরিতে প্রচুর পরিমাণে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।



সালফিউরিক অ্যাসিড

নামসমূহ
Sulfuric acid
অন্যান্য নাম
অয়েল অব ভিট্রিয়ল
গন্ধকাম্ল
গন্ধক দ্রাবক
শনাক্তকারী
·         ৭৬৬৪-৯৩-৯ https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/X_mark.svg/7px-X_mark.svg.png
WS5600000
1830
বৈশিষ্ট্য
98.08 g/mol
বর্ণ
স্বচ্ছ, বর্ণহীন, ঘন্থহীন তরল
১০ °সে (৫০ °ফা; ২৮৩ K)
৩৩৭ °সে (৬৩৯ °ফা; ৬১০ K)
−3
26.7 cP (20 °C)
ঝুঁকি প্রবণতা
Corrosive (C)
0
3
2
W
অদাহ্য
সম্পর্কিত যৌগ
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।



2 comments:

Tradeasia International said...

Thank you for sharing such useful information. I really enjoyed while reading your article. Also explore about - Sulphuric Acid Suppliers who offers the best quality Sulphuric Acid in Bulk ranges.

Unknown said...

It's very useful... I'm using thing content in my project.