সদা সত্য কথা বলবে। মিথ্যা কথা বলা ভালো নয়। নিত্য লেখা ও পড়া অভ্যাস করা উচিত। বাবা মার অবাধ্য হয়ো না। গুরুজনদের মান্য কর তবেই কল্যাণ হবে।
নম্র ও ভদ্র হও। দরিদ্রকে দান কর। আগ্রহ নিয়ে কাজ কর। প্রেম প্রীতির সাহায্যে সকলের মন জয় কর। ছলনার আশ্রয় নিও না। বেশি গর্ব করা ভালো নয় । বৃথি তর্ক করবে না। দুর্জনের ছলের অভাব হয় না। বর্ষাকালে সর্পের ভয় বেশি। অর্থই অনর্থের মূল। বিদ্যার দেবী সরস্বতী। পূজায় বিল্বফল ও বিল্বপত্র লাগে।
নম্র ও ভদ্র হও। দরিদ্রকে দান কর। আগ্রহ নিয়ে কাজ কর। প্রেম প্রীতির সাহায্যে সকলের মন জয় কর। ছলনার আশ্রয় নিও না। বেশি গর্ব করা ভালো নয় । বৃথি তর্ক করবে না। দুর্জনের ছলের অভাব হয় না। বর্ষাকালে সর্পের ভয় বেশি। অর্থই অনর্থের মূল। বিদ্যার দেবী সরস্বতী। পূজায় বিল্বফল ও বিল্বপত্র লাগে।
No comments:
Post a Comment