Tuesday, July 31, 2018

একা আন্দোলন

অসহযোগ-খিলাফত আন্দোলনের সময় উওরপ্রদেশে মাদারি পাসির নেতৃত্বে হরদই, সীতাপুর, বরাইচ জেলায় যে কৃষক আন্দোলন হয় তা একা বা একতা আন্দোলন নামে পরিচিত।
বৈশিষ্ট্য :-(১)কৃষক ঐক্য প্রতিষ্ঠা এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। শপথ গ্রহণের মাধ্যমে এই ঐক্য সুদৃঢ় হত।
(২) এই আন্দোলন ছিল জঙ্গি প্রকৃতির। জমিদার ও ইংরেজদের আন্দোলনকারীরা মনে করত।
(৩) কৃষিজীবী ছাড়া সমাজের অন‍্য পেশার মানুষদের কথা এতে ভাবা হয়নি।
(৪) মাদারি পাসি ছিলেন নিম্নবর্গের মানুষ। তাই তাঁর আন্দোলনের প্রাণশক্তি ছিল নিম্নবর্গেগের কৃষকরা।

No comments: