Monday, July 30, 2018

পায়ে পায়ে এগিয়ে চলা

আমরা সামাজিক জীব।আমাদের কাজ নিজেদের সাথে ও পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করা। পরিবেশের বিভিন্ন সম্পদ রক্ষা করা। আমাদের সবচেয়ে বড় সম্পদ, মানবসম্পদ বিশেষ করে রক্ষা করা।যে মানবসম্পদের ভিত ছাত্রাবস্থা থেকেই গড়ে তুলতে হবে।
আমাদের করণীয় বিষয়:-
 1.নিজেকে refresh করতে হবে।
2. মন থেকে ভয় বা চাপ দূর করতে হবে।
যেহেতু টেনশন বা চাপ শুধু শরীরেরই ক্ষতি করে না, সাহস ও উৎসাহরও ঘাটতি ঘটায়।
3. অন‍্যের সাফল‍্যে আনন্দিত হওয়া।তবে অন‍্যের দেখানে পথে না গিয়ে নিজের পথে চলতে হবে।কারণ একটি অজানা পথ নিজে চেষ্টা করে পার হলে দেখবে তার আশেপাশের সবকিছু তোমার চেনাজানা হয়ে গেছে।তবে প্রয়োজনে অভিজ্ঞ লোকের সাহায্য নিতে হবে।
4.পড়াশুনার ক্ষেত্রে মুখস্ত না করে সেটাকে বুঝে পড়তে হবে । একবার বুঝে পড়া বিষয় অনেক দিন মনে থাকে।তবে important জিনিসটা ত‍্যাগ করে তাকে details পড়তে হবে।
5. পরীক্ষা মানে কী ? পরীক্ষার গুরুত্ব কতটুকু তা নিজেকে বুঝতে হবে।
আসলে পরীক্ষার মানে কিন্তু বিষয়ের গভীরতা যাচাই করা । আমি কতটুকু জানি তার পরিসীমা নির্ধারণ করা।
5. জীবনে চলার পথ সমান নয় তাই জীবনে নানা বাধা আসবে তাকে অতিক্রম করতে হবে।নিজেকে fit,fress,always preparate রাখতে হবে।

No comments: