Sunday, July 29, 2018

geography


3. পৃথিবি ও সূর্যের মধ্যে দূরত্ব :- পৃথিবীর পরিক্রমণ গতির জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্বের হ্রাস ঘটে ।
                অণুসূর অবস্থায় পৃথিবী সূর্যের নিকটতম (147০০০০০০k.m.)অবস্থানে আসে বলে সূর্যরশ্মির তাপীয় ফলের পরিমাণও বেশি হয় ।
অপসূর আবস্থায় পৃথিবী সূর্যের দূরতম (152০০০০০০ k.m.) আবস্থানে আসে বলেসূর্য রশ্মির তাপীয় ফলের পরিমান কম ।
4. ভূমিরুপের উচ্ছতা - ভূমিরুপের উচ্ছতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক ব্যাস্তানুপাতিক । অর্থাৎ ভুমির উচ্চতার বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার হ্রাস পায় ।

 সাধারণত প্রতি 1 k.m. বা 1০০০ m. উচ্ছতা বৃ্দ্ধিতে 6.4°c হারে উষ্ণতা কমে যায় । একে normat lapes  rate  বলে।
এই কারনের জন্য পৃথিবীর পার্বত্য অঞ্চলে সাধারণত উষ্ণতা খুব কম হয় এবং পার্বতের চূড়ায় বরফ জমে ।
5. ভুমির ঢাল – ভূমির ধালের তারতম্যর জন্য কোন স্থানের

No comments: