Tuesday, August 31, 2021

জাতীয় জনসমাজ কাকে বলে? জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে পার্থক্য লেখ।

 9.

 

    জাতীয় জনসমাজ (Nationality) হল জনসমাজ (People)  জাতির (Nation) মধ্যবর্তী পর্যায়। 

সাধারণভাবে বলা যায়যখন কোনাে জনসমাজ রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যান্য জনসমাজ থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা বলে ভাবতে থাকেতখন সেই জনসমাজ জাতীয় জনসমাজে পরিণত হয়

জন স্টুয়ার্ট মিল রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজকে জাতীয় জনসমাজ আখ্যা দিয়েছেন। 

লর্ড ব্রাইসের মতেজাতীয় জনসমাজ বলতে এমন এক জনসমাজকে বােঝায় যারা শতাব্দীব্যাপী ভাষাসাহিত্যধ্যানধারণারীতিনীতি  ঐতিহ্যের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ এবং যারা অনুরূপভাবে আবদ্ধ অন্য কোনাে জনসমাজ থেকে নিজেদের স্বতন্ত্র বলে মনে করে থাকে। 

ম্যাকাইভার জাতীয় জনসমাজ বলতে সম্প্রদায়ের সামাজিক ঐক্যবােধকে বুঝিয়েছেন। কোকার মনে করেনজাতীয় জনসমাজ হল প্রধানত অতীত ইতিহাসের অভিজ্ঞতা  সাংস্কৃতিক ঐতিহ্যের ফলাফল

    তাই বলা যায় যে জাতীয় জনসমাজ হলো নির্দিষ্ট ভূখন্ড বসবাসকারী রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে যারা ভাষা ধর্ম বংশ কৃষ্টি ঐতিহ্যগত ক্ষেত্রে একাত্মতার বন্ধনে আবদ্ধ 

জাতীয় জনসমাজ জাতির মধ্যে পার্থক্য

জাতীয় জনসমাজ (Nationality) জাতিকে (Nation) অনেক সময় অভিন্ন মনে করা হয়। গভীরভাবে বিশ্লেষণ করলে জাতি জাতীয় জনসমাজের মধ্যে সূক্ষ্ম প্রকৃতিগত পার্থক্য দেখতে পাওয়া যায়


রাজনৈতিক চেতনাগত পার্থক্য



জে এইচ রােজ জাতীয় জনসমাজকে জনসমাজ জাতির মধ্যবর্তী পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন। জনসমাজ থেকেই কালক্রমে জাতীয় জনসমাজের উদ্ভব হয়। একটি ঐক্যবদ্ধ জনসমাজ যখন অন্যান্য জনসমাজ থেকে নিজেদের সম্পূর্ণ স্বতন্ত্র বলে মনে করে তখনই তা জাতীয় জনসমাজের রূপান্তরিত হয়। এই ধরনের স্বাতন্ত্র্যবোধ সম্পন্ন ঐক্যবদ্ধ জনসমাজ যখন রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয় তখনই জাতীয় জনসমাজ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এই জাতীয় জনসমাজের মধ্যেই জাতিগত উপাদান নিহিত থাকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সুপ্ত ও সম্ভাবনা বাস্তব রূপ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জাতীয় জনসমাজ জাতি হিসেব  চিহ্নিত হতে পারে না। রাজনৈতিক চেতনাসম্পন্ন জাতীয় জনসমাজ যখন বাইরের শাসন থেকে মুক্ত হয়ে বা মুক্তি পেতে সচেষ্ট হয়ে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের জন্য জাতীয়তাবােধে উদ্বুদ্ধ হয় তখনই তা জাতি হয়ে ওঠে। জাতি হল জাতীয় জনসমাজের রাজনৈতিক রূপ। লর্ড ব্রাইস বহিঃশাসন থেকে মুক্ত বা মুক্তিকামী জাতীয় জনসমাজকে জাতি আখ্যা দিয়েছেন। স্বতন্ত্র রাষ্ট্র গঠনের ক্ষমতা জাতিকে জাতীয় জনসমাজ থেকে পৃথক করে। জাতি সম্পর্কিত ধারণা সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক সুতরাং যথার্থ বিশ্লেষণে দেখা যায় রাজনৈতিক চেতনার দিক থেকে পার্থক্য জাতীয় জনসমাজ ও জাতিকে আলাদা করে, অন্য দিক থেকে তাদের মধ্যে কোন মৌলিক পার্থক্য নেই।

No comments: