Tuesday, August 31, 2021

আন্তর্জাতিকতা কাকে বলে? জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ এর মধ্যে পার্থক্য দেখাও।

 13. 

আন্তর্জাতিকতা ধারণা:- 

আন্তর্জাতিকতা সুনির্দিষ্ট সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। বস্তুতপক্ষে, আন্তর্জাতিকতা হলো এক বিশেষ মানসিক অনুভূতি। আন্তর্জাতিকতা এক মহান আদর্শ অনুপ্রাণিত। আন্তর্জাতিকতা বিশ্ব ভতৃত্ব এবং বিশ্ব শান্তির আদর্শে বিশ্বাস করে। রাষ্ট্রবিজ্ঞানী গোল্ড স্মিথ এর মতে, আন্তর্জাতিক তোর অনুভূতি মানুষকে শুধুমাত্র নিজের জাতীয় রাষ্ট্রের সদস্য হিসেবেই ভাবতে শেখায় না, জুন বিশ্ব নাগরিক রূপেও ভাবতে শেখায়।

আন্তর্জাতিকতা, বিভিন্ন জাতির স্বাতন্ত্র্যবোধ অটুট রেখেই তাদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহযোগিতার বন্ধনকে দৃঢ় করে, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের ভিত্তিতে এক বিশ্ব মানব সমাজ গড়ে তুলতে চায়। জাতীয়  রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার ফলেই বিশ্বে যে গভীর একাত্মবোধ দেখা দেয় তা আন্তর্জাতিকতার পথকে প্রশস্ত করে। আধুনিক বিশ্ব পরিস্থিতিতে ক্ষুদ্র বৃহৎ কোন রাষ্ট্রের পক্ষেই আত্মকেন্দ্রিক ভাবে বিচ্ছিন্ন হয়ে টিকে থাকা সম্ভব নয়। তাই আন্তর্জাতিকতা আজ এক তাৎপর্যপূর্ণ ধারণা। বি কত শতাব্দীতে পরপর দুটি বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পর বর্তমানে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকতার চিন্তা অত্যন্ত প্রাসঙ্গিক। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক আদর্শ সর্বপ্রথম সাংগঠনিক চেহারায় নেয়। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জো বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্তর্জাতিকতা আদর্শকে বাস্তবায়নের কাজ করেছে।


জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য



জাতীয়তাবাদ



  • মধ্যযুগে ইউরােপের নবজাগরণ সংস্কার আন্দোলনের ফলে জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে
  • জাতীয়তাবােধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে জাতীয়তাবাদ সৃষ্টি হয়
  • জাতীয়তাবাদ জাতীয় রাষ্ট্র গঠনের আদর্শকে সামনে বিশ্ব রেখে কাজ করে
  • জাতীয়তাবাদের মূলভিত্তি হল স্বদেশপ্রীতি
  • জাতীয়তাবাদ নিজের জাতি সম্পর্কে এক শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার করে জাতিগত স্বাতন্ত্র গড়ে তােলে



আন্তর্জাতিকতাবাদ



  • আন্তর্জাতিকতাবাদ ধারণাটির উৎপত্তি অপেক্ষাকৃত আধুনিককালের ঘটনা
  • আন্তর্জাতিকতাবাদ হল এমন এক বিশেষ মানসিক অনুভূতি যা এক বিশ্ব, এক রাষ্ট্রগঠনে বিশ্বাসী
  • আন্তর্জাতিকতাবাদ বিশ্বরাষ্ট্র গঠনের মাধ্যমে এক বিশ্বসমাজ গড়ে তুলতে চায়
  • আন্তর্জাতিকতাবাদের মূলভিত্তি হল বিশ্বপ্রীতি
  • আন্তর্জাতিকতাবাদ জাতিগত স্বাতন্ত্রের অবসান ঘটিয়ে বিশ্বশান্তি বিশ্বভ্রাতৃত্বের আদর্শ প্রচার করে, বিশ্বসমাজ বিশ্বমানবসভ্যতা গড়ে তােলার লক্ষ্যে কাজ করে

No comments: