15
সার্বভৌমত্ব
রাষ্ট্রের চরম, অসীম, অবিভাজ্য ও অহস্তান্তরযােগ্য ক্ষমতাকে সার্বভৌমত্ব বলা হয়। সার্বভৌমত্ব হল রাষ্ট্রের প্রাণস্বরূপ। সার্বভৌমত্ব না থাকলে তাকে রাষ্ট্র বলা চলে না।
বোঁদা প্রদত্ত সার্বভৌমিকতার সংজ্ঞা
ফরাসি দার্শনিক বোঁদা সর্বপ্রথম সার্বভৌমিকতার একটি সুস্পষ্ট সংজ্ঞা নির্দেশ করেন। বােদার মতে, সার্বভৌমিকতা হল নাগরিক ও প্রজার ওপর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। এই ক্ষমতা কোনােভাবেই আইনের দ্বারা সীমাবদ্ধ নয়।
সার্বভৌমিকতার দুটি বৈশিষ্ট্য
সার্বভৌমিকতার দুটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল-
- [1] সার্বভৌম ক্ষমতা হস্তান্তরযােগ্য নয়,
- [2] এই ক্ষমতা চরম, অবাধ ও অসীম।।
রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে সার্বভৌম ক্ষমতা এমন একধরনের ক্ষমতা যা কাউকে হস্তান্তর করা যায় না। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র একা ভােগ করে থাকে। অন্যদিকে, সার্বভৌম কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ এই সর্বোচ্চ কর্তৃপক্ষের হাতে যে সার্বভৌম ক্ষমতা থাকে তা হল চরম, অবাধ ও অসীম।
জনগণের সার্বভৌমিকতা
জনগণের সার্বভৌমিকতা বলতে বােঝায় যে, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রকৃত অধিকারী হল জনগণ জনগণের সম্মতিই রাষ্ট্রের ভিত্তি। জনগণের নির্দেশই হল আইন। রাষ্ট্রের এলাকার মধ্যে জনগণের শক্তির উর্ধ্বে কোনাে শক্তি নেই।
No comments:
Post a Comment