Tuesday, August 31, 2021

স্বাভাবিক বা প্রাকৃতিক আইন সম্পর্কে আলোচনা করো।

 2.

মানুষ বা রাষ্ট্রের কোন সাহায্য ছাড়াই সমাজের প্রয়োজনে আপনা আপনিই যে আইন গড়ে ওঠে তাকে সামাজিক আইন বলে।

প্লেটো ও অ্যারিস্টোটলের রচনায় স্বাভাবিক বা প্রাকৃতিক আইনের প্রথম উল্লেখ দেখা গেলেও এই ধারণার সূত্রপাত ঘটেছিল সোফিস্টরা। এই আইন যদিও বিধিবদ্ধ থাকেনা ভাই এর পিছনে সার্বভৌমত্বে সমর্থনে থকে না তবুও এই আইন সকলেই মেনে চলতে বাধ্য কেননা, এই আইন হলো মানুষের স্বাভাবিক চাহিদার প্রকাশ।

1) স্বাভাবিক আইন ও সর্বজনীন আইন:-একদিকে অ্যারিস্টটলের পার্থক্যতে বলেছিলেন, প্রত্যেক সমাজে তার সদস্যদের জন্য যে নিয়ম তৈরি হয় তাহলে সাধারন আইন। আর কোন বিশেষ সমাজের সমগ্র মনুষ্য সমাজের ক্ষেত্রে প্রযোজ্য আইন হলো সর্বজনীন আইন। অন্যদিকে, স্টোয়িকদের মতে, স্বাভাবিক আইন মান্য, কেননা তা মুক্তির উপর প্রতিষ্ঠিত।

2)স্বাভাবিক আইন ও রাষ্ট্রীয় আইন:-রোমান আইনজ্ঞদের দ্বারা প্রদত্ত স্বাভাবিক আইনটির পাশাপাশি রাষ্ট্রীয় আইন রোমানরা ব্যবহার করে। রোমে স্বাভাবিক আইন আদালতে গ্রাহ‍্য না হলেও, বিচারের সময় স্বাভাবিক আইন দ্বারা প্রভাবিত হয়। মধ্যযুগেও স্বাভাবিক আইনের ধারণা রোমান ক্যাথলিক গির্জার সমর্থন করে। ধর্মযাজকেরা স্বাভাবিক আইনকে রাষ্ট্রীয় আইনের উপর স্থান দেয়ার দাবি করেন। ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে স্বাভাবিক আইনের ধারণা ব্যাপকভাবে প্রচারিত হয়।বঁদা, হবস্, লক, রূশো প্রমুখ দার্শনিকরা ছিলেন স্বাভাবিক আইনের সমর্থক। এরা মনে করতেন, স্বাভাবিক আইন যেহেতু যুক্তিযুক্ত তাই যারা আইন রচনা করেন তাদের দায়িত্ব হলো এই আইনকে বিধিবদ্ধ রূপ দেয়া। স্বাভাবিক আইনের তত্ত্বানুসারে রাষ্ট্রীয় আইন যদি স্বাভাবিক আইনকে রূপায়িত করে তবে তা মান্য। অন্যথায় সেই আইনের প্রতি দায়বদ্ধতা নাগরিকদের থাকেনা।

 সমালোচনা :-স্বাভাবিক আইনের তত্ত্বটির সমালোচনা নিম্নরূপ-

!)অস্পষ্ট :-স্বাভাবিক আইনের যেহেতু কোন বিধিবদ্ধ রূপ নেই, তাই স্বাভাবিক আইনের ধারণাকে অস্পষ্ট বলে মনে করা হয়।

!!)শাশ্বত নয়:-স্বাভাবিক আইনকে শাশ্বত বা চিরন্তন বলে দাবি করা হয়। কিন্তু সামাজিক প্রয়োজন থেকে স্বাভাবিক আইনের উদ্ভব বলে সামাজিক চাহিদা পরিবর্তনের সঙ্গে স্বাভাবিক আইনের পরিবর্তন ঘটে।

 !!!)বলবৎ যোগ্য নয়:-স্বাভাবিক আইনের পিছনে রাষ্টের সমর্থন থাকেনা বলে এই আইন বলবৎযোগ্য নয়।

 মূল্যায়ন:-স্বাভাবিক আইন বলবৎ না হলেও এর গুরুত্বকে অস্বীকার করা যায় না। কারণ এই আইন সামাজিক প্রয়োজন মেটায়। রাষ্ট্রীয় আইন যদি স্বাভাবিক আইনের পরিপন্থী হয় তাহলে তার জনসমর্থন লাভে বঞ্চিত হয় এবং জনসাধারণ তার বিরোধিতা করেন ফলে সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।


No comments: