Tuesday, August 31, 2021

জাতীয়তাবাদের উৎপত্তি ও বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। আদর্শ ও বিকৃতি জাতীয়তাবাদ বলতে কী বোঝো?

 

10. 

জাতীয়তাবাদের উৎপত্তি

বার্নস এর মতে, ইউরোপের নবজাগরণ ও সংস্কার আন্দোলনের সময় জাতীয়তাবাদের ধারণার উৎপত্তি ঘটে। প্রাচীন গ্রিসের আদিবাসীরা এবং পবিত্র রোমান সাম্রাজ্যের আদিবাসীরা জাতি হিসেবে কখনো নিজেদের কল্পনা করতে পারতেন না। দীর্ঘকাল ধরে এক বিশাল জনসমষ্টি পরস্পর একত্রে বসবাস করলেও তাদের মধ্যে কোন জাতীয়তাবোধের বিকাশ ঘটেনি।

জাতীয়তাবাদের বিকাশ

জাতীয়তাবাদের ধারণা 1789 সালে ফরাসি বিপ্লবের সময় পূর্ণতা লাভ করে। বিপ্লবের সময়ে জাতি শব্দটির যথেষ্ট গুরুত্ব অর্জন করে। 1789 সালের 1 অক্টোবর ফরাসি সরকারের মৌলিক আদর্শ ঘোষণা করে বলা হয় "জাতি হলো সমস্ত ক্ষমতার উৎস।" ফরাসি বিপ্লবের পরবর্তী অধ্যায়ে জাতীয়তাবাদের আদর্শকে উজ্জীবিত করার জন্য কয়েকটি ব্যবস্থা নেয়া হয়। তার মধ্যে ছিল-

1) জাতীয় সত্তার উপর গুরুত্ব আরোপ 

2)শ্রেণীগত বিশেষ সুযোগ-সুবিধার অবসান ঘোষণা

 3)চার্চকে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা

 4)জাতীয় আত্মনিয়ন্ত্রণের আদর্শ প্রবর্তন করা

 5)জাতীয় উৎসবের আয়োজন করা প্রভৃতি।

এই জাতীয়তাবাদের প্রভাবে জার্মানি ইতালি স্পেন ও রাশিয়ার প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। জার্মানিতে জাতি শব্দটির একটি নতুন মাত্রা পায়। 1807 সালে দার্শনিক ফিকটে জাতির উদ্দেশ্যে এক ঘোষণায় মানুষকে দেশপ্রেমের অগ্নিশিখায় উদ্দীপ্ত করে হাসিমুখে জাতির জন্য আত্ম বলিদান এর আহ্বান জানান। এই সময় ম্যাৎসিনি জাতীয়তাবাদের আদর্শ প্রচার করে ইতালিকে ঐক্যবদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেন। এইভাবে উনবিংশ শতাব্দীর ইউরোপে রাজনৈতিক স্বাধীনতা ও জাতীয় ঐক্য সাধনের কাজে জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জার্মানি ও ইতালির ঐক্য এবং গ্রিসের স্বাধীনতা বস্তুতপক্ষে জাতীয়তাবাদেরই জয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকায় জাতীয়তাবাদ এক নতুন যাত্রা পথ রচনা করেছিল। সাম্রাজ্যবাদী শোষনের অবসান ঘটিয়ে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকায় 100 টির মত স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদ আজও এক দুর্বার আপোষহীন সংগ্রামের অনুপ্রেরণা বিশেষ।

আদর্শ জাতীয়তাবাদ 

জাতীয়তাবাদ এক মহান আদর্শ। এই আদর্শ বিভিন্ন জাতিকে নিজেদের স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করে। আদর্শ মানুষের মধ্যে ঐক্যবোধ ও দেশপ্রেমের সঞ্চার করে এবং আত্মত্যাগের প্রেরণা যগায়। আদর্শ জাতীয়তাবাদের মূল কথা "নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও।" আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপূরক।

বিকৃত জাতীয়তাবাদ 

আদর্শ বা প্রকৃত জাতীয়তাবাদ কখনো কখনো আদর্শভ্রষ্ট হয়ে সংকীর্ণ জাতীয়তাবাদে পরিণত হয় এবং এক উগ্ররূপ ধারণ করে। এই বিকৃত জাতীয়তাবাদ নিজেদের সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব পোষণ করে। এই বিকৃত জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়। 


No comments: