Monday, July 30, 2018

MADHYAMIK SOLUTION PROBLEM

  • প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে ভাল করে পড়ে দেখে নাও কোন প্রশ্নগুলির উত্তর তুমি সহজে করতে পারবে; সেগুলি আগে করে নাও, এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে। 
  • সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৩৬ নম্বরের। বিষয়ভিত্তিক ধারণা থাকলে এখানে একেবা
  • উত্তরের জন্য প্রয়োজনীয় রাফ কাজ পৃষ্ঠার ডান দিকে মার্জিন টেনে করতে পারো। 
  • অযথা স্টেপ জাম্প করতে যেও না। এতে ভুল হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনই নম্বর হারানোর ভয় থাকে। 
  • উপপাদ্য এবং তার প্রয়োগের প্রশ্নে ছবি যথাযথ ভাবে আঁকতে চেষ্টা করবে, কারণ এর জন্য নম্বর বরাদ্দ থাকে। 
  • পরিমিতি ও ত্রিকোণমিতির প্রশ্নে যদি ছবি দাও, তবে তা সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করবে। অর্থাৎ কী বোঝাতে চেয়েছ, তা উল্লেখ করবে।
  • রে ফুল মার্কসই তুমি পেতে পারো।
  • একটি প্রশ্নের উত্তর শেষ করার পরে ২ ইঞ্চি মতো ফাঁক রেখে পরবর্তী উত্তর শুরু করো। রিভাইজ করার সময়ে যদি কোনও ভুল চোখে পড়ে, তা হলে ওই জায়গাটি ব্যবহার করতে পারো সংশোধনের জন্য। 
  • ভেদ ও অনুপাতের অঙ্কে ধ্রুবক ব্যবহার করলে তা অবশ্যই উল্লেখ করবে। যেমন: k হল ভেদ ধ্রুবক ইত্যাদি। 
  • বর্গমূল করার সময়ে ধনাত্মক ও ঋণাত্মক উভয় মূলই লিখবে। যেমন: 
  • x2=16,
    অতএব, x=4, -4
    যেহেতু x হল দৈর্ঘ্যের মান, তাই x=-4 গ্রহণযোগ্য নয়।
    • উত্তর লেখার সময়ে রাশি অনুযায়ী একক অবশ্যই উল্লেখ করবে। যেমন: বৃত্তের ক্ষেত্রফল ৪২ বর্গসেমি, অথবা গোলকের ঘনফল ৪২ ঘনসেমি। 
    • কোনও উত্তর যদি সম্পূর্ণ না-ও করতে পারো, তা কেটে দিও না। কারণ যতটুকু করেছ, তা যদি সঠিক হয়, তা হলে কিছু নম্বর পেতে পারো। 
    শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছু কথা মাথায় রেখো:
    • বীজগণিত, পরিমিতি ও ত্রিকোণমিতির সূত্রগুলি আর এক বার ঝালিয়ে নাও। 
    • সম্পাদ্যের প্রশ্নে অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত অঙ্কনে পরিমাপ যথাযথ না হলে বা কম্পাস সামান্য সরে গেলে অঙ্কনে ত্রুটির আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে স্পর্শক বা মধ্যসমানুপাতী সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর করতে পারো। 
    • পাটীগণিতে একটি প্রশ্ন সুদকষা এবং অন্যটি অংশীদারী কারবার থেকে আসবে বলে আশা করতে পারো। 
    • বৃত্তের মধ্যে নানা কোণ এবং স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলি ভাল ভাবে তৈরি করবে। 
    • পাঠ্যপুস্তকের অনুশীলনীর পাশাপাশি কষে দেওয়া উদাহরণগুলি ভাল করে অভ্যেস করে নাও; বিশেষ করে জ্যামিতির প্রয়োগ ও ত্রিকোণমিতির উচ্চতা-দূরত্ব সম্পর্কীয় প্রশ্নগুলি। 
    পরিশেষে বলব, অযথা উদ্বিগ্ন হয়ো না। সমস্ত ছাত্রছাত্রীর কথা মাথায় রেখেই প্রশ্নপত্র তৈরি হয় এবং উত্তরপত্র মূল্যায়ন করা হয়। তাই আত্মবিশ্বাস রেখেই পরীক্ষা দাও। সকলের সাফল্য কামনা করি। 

    No comments: