Tuesday, August 24, 2021

শিখনের তৃতীয় স্তরটি কোনটি?

 প্রত‍্যাভিজ্ঞা

শিখনের দ্বিতীয় স্তরটি কোনটি?

 পুনরুদ্রেক

শিখনের প্রথম স্তর কোনটি?

 ধারণা বা সংরক্ষণ

শিখন আচরণের একটি অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতা দ্বারা ঘটে থাকে—কে এই অভিমত ব্যক্ত করেছেন?

 রবার্ট এস. ফেল্ডসম‍্যান

শিখন হল সেই প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় এবং চর্চা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়—কে এই অভিমত ব্যক্ত করেছেন?

কিংসলে ও গ‍্যারি

শিখন হল অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে নতুন আচরণ আয়ত্ত করার অথবা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়ায় - কে এই মতামত ব্যক্ত করেছেন

 এইচ. পি. স্মিথ

পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হল শিখন- কি এই মতটি প্রকাশ করেছেন

 গার্ডেনার মারফি

শিখন হল আচরণ পরিবর্তনের সহায়ক একটি প্রক্রিয়া- কি এই অভিমত ব্যক্ত করেছেন?

 ট্রেভারস

শিখন হল অভিজ্ঞতা, অনুশীলন এবং কর্ম প্রক্রিয়ার শর্তাবলী মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া- কে এই সংজ্ঞাটি নিরূপণ করেছেন?

ম‍্যাকগিয়ক এবং ইরোভেন

শিখন হল সেই সব ক্রিয়া যা নানা ধরনের আচরণ ও অভিজ্ঞতা সঞ্চয় এর মধ্য দিয়ে ব্যক্তির উন্নতিতে সহায়তা করে- এই অভিমতটি কে ব্যক্ত করেছেন

 উডওয়ার্ড

শিখন হল অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া - এই মতটি কে প্রকাশ করেছেন

 ক্রো এবং ক্রো

শিখন হল অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া- এই বক্তব্যটি কার

 A) গেটস ও অন্যান্যদের

Sunday, February 2, 2020

উডের ডেসপ্যাচ কি? What is Charles Wood's despatch

১৮৫৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতের ইংরেজী শিক্ষা প্রসারের জন্য      একটি নির্দেশনামা পেশ করেন, যা উডের প্রতিবেদন’ বা ডেসপ্যাচ নামে পরিচিত। 
তিনি তার প্রতিবেদনে বলেন যে-
১) কলকাতা,বোম্বাই ও  মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
২) শিক্ষা প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা ।
৩) সরকারি মডেল স্কুল গুলির সংখ্যা বৃদ্ধি করা।