Tuesday, August 24, 2021

শিখন, বুদ্ধি, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়াগুলি প্রকৃতপক্ষে কিরকম বৈশিষ্ট্য

 মানসিক বৈশিষ্ট্য

যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব-অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে, তাকে কী বলে?

 সংরক্ষণ

পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয়, তখন তাকে কী বলে?

 পুনরুদ্রেক

পুনরুদ্রেক-এর মুখ্য কারণ কী?

 অভিভাবন ও অনুষঙ্গ

প্রত্যভিজ্ঞা কোন্ দুটি স্তরের ওপর নির্ভরশীল?

 শিখন ও সংরক্ষণ

পুনরুদ্রেক কথাটির অর্থ কী?

 মনে করা

প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী?

 চিনে নেওয়া

শিখনের তৃতীয় স্তরটি কোনটি?

 প্রত‍্যাভিজ্ঞা

শিখনের দ্বিতীয় স্তরটি কোনটি?

 পুনরুদ্রেক

শিখনের প্রথম স্তর কোনটি?

 ধারণা বা সংরক্ষণ

শিখন আচরণের একটি অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতা দ্বারা ঘটে থাকে—কে এই অভিমত ব্যক্ত করেছেন?

 রবার্ট এস. ফেল্ডসম‍্যান

শিখন হল সেই প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় এবং চর্চা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়—কে এই অভিমত ব্যক্ত করেছেন?

কিংসলে ও গ‍্যারি

শিখন হল অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে নতুন আচরণ আয়ত্ত করার অথবা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়ায় - কে এই মতামত ব্যক্ত করেছেন

 এইচ. পি. স্মিথ