Tuesday, August 24, 2021

স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে কোন্ তত্ত্ব প্রকাশ করেন?

 দ্বি-উপাদান তত্ব

মনােযােগর একটি বস্তুগত নির্ধারক?

 অভিনবত্ব

শিখনলব্ধ অভিজ্ঞতাকে চিনে নেওয়ার প্রক্রিয়াটিকে কী বলা হয় ?

 প্রত‍্যাভিজ্ঞা

দেহমনের পরিপক্কতা বলতে শিখনের কোন উপাদানটিকে বােঝানাে হয় ?

 পরিণমন 

যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ করে, তাকে কী বলে—

 শিখন 

যে দুটি প্রক্রিয়া. শিখনের ক্ষেত্রে পুনরুদ্দীপনের কারণ হিসেবে কাজ করে, সেগুলি কী কী?

 পুরষ্কার ও শাস্তি

শিখন, বুদ্ধি, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়াগুলি প্রকৃতপক্ষে কিরকম বৈশিষ্ট্য

 মানসিক বৈশিষ্ট্য

যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব-অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে, তাকে কী বলে?

 সংরক্ষণ

পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয়, তখন তাকে কী বলে?

 পুনরুদ্রেক

পুনরুদ্রেক-এর মুখ্য কারণ কী?

 অভিভাবন ও অনুষঙ্গ

প্রত্যভিজ্ঞা কোন্ দুটি স্তরের ওপর নির্ভরশীল?

 শিখন ও সংরক্ষণ

পুনরুদ্রেক কথাটির অর্থ কী?

 মনে করা

প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী?

 চিনে নেওয়া