Tuesday, August 24, 2021

আগ্রহ একধরনের গতিশীল মানসিক প্রবণতা—এই মতের প্রবক্তা কে?

 ড্রেভার

তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি হল মনােযােগের কীরুপ নির্ধারক?

 বস্তুগত নির্ধারক

মনােযােগকে বিশ্লেষণমূলক এবং সংশ্লেষণমূলক—এই দুই ভাগে কে ভাগ করেছেন?

 মনোবিদ অ্যাঙ্গেল

সামর্থ্য বলতে কোনটিকে বােঝায় না?

 কর্ম

বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য?

 গুণগত পার্থক্য

মনােযােগের একটি ব্যক্তিগত নির্ধারক?

 আগ্রহ

মনােবিদ রস মনােযােগকে কতগুলি ভাগে ভাগ করেছেন?

 দুইটি

স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে কোন্ তত্ত্ব প্রকাশ করেন?

 দ্বি-উপাদান তত্ব

মনােযােগর একটি বস্তুগত নির্ধারক?

 অভিনবত্ব

শিখনলব্ধ অভিজ্ঞতাকে চিনে নেওয়ার প্রক্রিয়াটিকে কী বলা হয় ?

 প্রত‍্যাভিজ্ঞা

দেহমনের পরিপক্কতা বলতে শিখনের কোন উপাদানটিকে বােঝানাে হয় ?

 পরিণমন 

যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ করে, তাকে কী বলে—

 শিখন 

যে দুটি প্রক্রিয়া. শিখনের ক্ষেত্রে পুনরুদ্দীপনের কারণ হিসেবে কাজ করে, সেগুলি কী কী?

 পুরষ্কার ও শাস্তি