Wednesday, August 1, 2018

যুদ্ধ ও সাল

·         কলিঙ্গের যুদ্ধ- ২৬১(খ্রি.)-রাজা অশোক বনাম কলিঙ্গরাজ

·         বদরের যুদ্ধ-৬২৪(খ্রি.)-মুসলিম বনাম মক্কার পৌত্তলিক
·         উহুদের যুদ্ধ-৬২৫(খ্রি.)-মুসলিম বনাম মক্কার পৌত্তলিক
·         খন্দকের যুদ্ধ-৬২৭(খ্রি.)-মুসলিম বনাম কুরাইশ
·         তাবুকের যুদ্ধ-৬৩৭(খ্রি.)-মুসলিম বনাম রোমান
·         শতবর্ষের যুদ্ধ-১৩৩৮-১৪৫৩(খ্রি.)-ইংরেজ বনাম ফরাসি-বীর কন্যা জোয়ান অব আর্ক ফ্রান্সের সেনাপতিত্ব করেন
·         পানিপথের ১ম যুদ্ধ-১৫২৬-বাবর বনাম ইব্রাহিম লোদী
·         পানিপথের ২য় যুদ্ধ-১৫৫৬-বৈরাম খাঁ বনাম হিমু
·         পানিপথের ৩য় যুদ্ধ-১৭৬১-আহমেদ শাহ আবদালী বনাম মারাঠা
·         পলাশীর ‍zwj;যুদ্ধ-১৭৫৭-সিরাজ-উদ-দৌলা বনাম লর্ড ক্লাইভ-মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন
·         বক্সারের যুদ্ধ-১৭৬৪-ইংরেজ বনাম মীর জাফর, সুজা-উদ-দৌলা ও দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী
·         আমেরিকার স্বাধীনতা সংগ্রাম-১৭৭৬-৮৩(খ্রি.)-আমেরিকা বনাম বৃটিশ-জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা স্বাধীন হয়
ফরাসি বিপ্লব-১৭৮৯-৯৯(খ্রি.)
·         ১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মাধ্যমে শুরু হয়
·         ফরাসি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন- নেপোলিয়ান বোনাপার্ট
·         রুশো, ভল্টেয়ার- লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছিলেন
·         ফরাসি বিপ্লবের শ্লোগান- স্বাধীনতা, সাম্য ভ্রাতৃত্ব
ট্রাফালগার যুদ্ধ-১৮০৫(খ্রি.)-ইংরেজ বনাম ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী
·         এ যুদ্ধে বৃটিশরা জয়ী হওয়ায় নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয়
·         ট্রাফালগার স্কয়ার বর্তমান লন্ডনে অবস্থিত
·         ওয়াটারলুর যুদ্ধ-১৮১৫(খ্রি.)-নেপোলিয়ন (ফ্রান্স) বনাম ডিউক অব ওয়েলিংটন (বৃটেন) নেপোলিয়ন পরাজিত হয়, তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়,ওয়াটারলু- বেলজিয়ামে (ব্রাসেলসের দক্ষিণে)
·         ক্রিমিয়ার যুদ্ধ-১৮৫৪-৫৬(খ্রি.)-ফ্রান্স, ইংল্যান্ড ও তুরস্ক বনাম রাশিয়া
·         সিপাহী বিপ্লব-১৮৫৭(খ্রি.)-বৃটিশদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের জাতীয়তাবাদী অভ্যূত্থান
·         কোরিয়া যুদ্ধ-১৯৫০-৫৩(খ্রি.)-উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া
·         জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবসান
·         ভিয়েতনাম যুদ্ধ-১৯৫৬-৭৩(খ্রি.)উত্তর ভিয়েতনাম বনাম দক্ষিণ ভিয়েতনাম শান্তি ‍চুক্তির মাধ্যমে অবসান
·         পাক-ভারত যুদ্ধ-১৯৬৫-৬৬-পাকিস্তান বনাম ভারত,কাশ্মীর নিয়ে যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান

·         ইরাক-ইরান যুদ্ধ-১৯৮০-৮৮(খ্রি.)-ইরাক বনাম ইরান শাত-ইল-আরব  জলাধারকে কেন্দ্র করে যুদ্ধ

পরিচিত মানুষ ও তাদের দেশ

·         শের -ই বাংলা এ কে ফজলুল হক- বাংলাদেশ
·         আংকেল হো হো চি মিন -ভিয়েতনাম
·         আতার্তুক কামাল পাশা- তুরস্ক
·         আধুনিক জার্মানীর জনক প্রিন্স বিসমার্ক -জার্মানী
·         আধুনিক বিজ্ঞানের জনক জিওফ্রে চসার -যুক্তরাজ্য
·         আরবের নাইটিঙ্গেল উম্মে কুলসুম- মিশর
·         আয়রন ডিউক ডিউক অব ওয়েলিংটন -যুক্তরাজ্য
·         আয়রন চ্যান্সেলর প্রিন্স বিসমার্ক -জার্মানী
·         আংকেল শ্যাম যুক্তরাষ্ট্র সরকার/অধিবাসী- যুক্তরাষ্ট্র
·         ইংরেজী কাব্যে জনক জিওফ্রে চসার -যুক্তরাজ্য
·         ইতিহাসের জনক হিরোডোটাস -গ্রীস
·         উত্তরের যাদুকরুন স্যার ওয়াল্টার স্কট- যুক্তরাজ্য
·         উন্মাদ সন্যাসী রাসপুটিন- রাশিয়া
·         কায়েদে-এ আজম মোহাম্মদ আলী জিন্নাহ- পাকিস্তান
·         কায়েদে-এ মিল্লাত লিয়াকত আলী খান- পাকিস্তান
·         কিং মেকার আর্ল অব ওয়ারউইক- যুক্তরাজ্য
·         কুমারী রানী ১ম রানী এলিজাবেথ -যুক্তরাজ্য
·         গুর্খা নেপালী সৈন্য- নেপাল
·         গ্রান্ড ওল্ডম্যান গ্লাডস্টোন- যুক্তরাজ্য
·         গ্রান্ড ওল্ডম্যান দাদাভাই নওরোজী- ভারত
·         চে আর্নেসেটা চে গুয়েভারা -আর্জেন্টিনা, দঃ আমিরিকা
·         চাচা জওহরলাল নেহেরু- ভারত
·         জন বুল ইংরেজ জাতি -যুক্তরাজ্য
·         জি বি এস জর্জ বার্নার্ড শ’ -যুক্তরাজ্য
·         টাইগার জর্জ ক্লেমেড- ফ্রান্স
·         ডটার অব দ্যা ইস্ট বেনজীর ভুট্টো -পাকিস্তান
·         ডেজার্ট ফক্স জেনারেল রোমেল- যুক্তরাজ্য
·         বাইন্ড বার্ড হোমার- গ্রীস
·         বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামবাংলাদেশ
·         বিশ্বকবি, কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর- ভারত
·         ভারতের নাইটঙ্গেল সরোজিনী নাইডু -ভারত
·         মহান শাসক গিয়াসউদ্দিন বলবান- ভারত
·         মিঃ কে নিকিতা কুশ্চেভ -রাশিয়া
·         মাস্টারদা সূর্যসেন -বাংলাদেশ
·         ম্যান্ডারিন চীনা রাজ করুন্মচারী -চীন
·         লিটল করুনপোরাল নেপোলিয়ন বোনাপোর্ট- ফ্রান্স
·         দেশবন্ধু চিত্তরঞ্জন দাস- ভারত
·         নেতাজী সুভাষ বোস -ভারত
·         ফুয়েরার এডলফ হিটলার -জার্মানী
·         লৌহ মানবী মার্গারেট থ্যাচার -যুক্তরাজ্য
·         আইনের শাসক আইজেন হাওয়ার -যুক্তরাষ্ট্র
·         বাংকার্নো ডঃ আহমেদ সুকরুন্ন- ইন্দোনেশিয়া
·         বাপুজী মহাত্মা গান্ধী- ভারত
·         বাংলার বাঘ আশুতোষ মুখার্জী -ভারত
·         লেডি উইথ দি ল্যাম্প ফ্লোরেন্স নাইটঙ্গেল -ইটালী
·         লোকমান্য বালগঙ্গাধর তিলক -ভারত
·         শান্তির মানুষ লাল বাহাদুর শাস্ত্রী- ভারত
·         আইনের শাসক আলফ্রেড দি গ্রেট- যুক্তরাজ্য
·         শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর- ভারত
·         শিল্পাচার্য জয়নুল আরেদীন -বাংলাদেশ
·         সীমান্ত গান্ধী আব্দুল গাফফার খান -পাকিস্তান
·         সার্পেন্ট অব দি নাইল রাণী ক্লিওপেট্রা -মিশর
হার্ট সার্জন ডঃ উইলিয়াম ক্রিশ্চিয়ান বার্নার্ড -দক্ষিণ আফ্রিকা

অনুসর্গ

ব্যাকরণে বর্ণিত অব্যয় পদের একটি বিভাগ বিশেষ। এই জাতীয় অব্যয় অন্য পদের পরে পৃথকভাবে বসে পদটিকে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্কিত করে বা বিভক্তির ন্যায় আচরণ করে। এদের অন্যান্য নাম পরসর্গ, করুন্মপ্রবচনীয় (post position)
প্রকারভেদ
অনুসর্গ কোন পদের পরে বসে বাক্যের সাথে ওই পদকে সম্পর্কিত করতে পারে, তার প্রকৃতি বিচার করে ৩টি ভাগে ভাগ করা যেতে পারে।
১. বিশেষ্য অনুসর্গ : এই জাতীয় বিশেষ্য পদের পরে বসে। যেমন
·         প্রাণের চেয়ে প্রিয়
·         ছাদের উপর খোলা আকাশ
২. সর্বনাম উপসর্গ : এই জাতীয় সর্বনাম পদের পরে বসে। যেমন
·         আমার চেয়ে সে বড়।
·         ওর কাছে বইটি আছে।
৩. বিশেষণ উপসর্গ : এই জাতীয় বিশেষণ পদের পরে বসে। যেমন
·         মন্দের চেয়ে একটু ভালো
·         খারাপের চেয়ে খারাপ

উৎস ও উৎপন্নের বিচারে অনুসর্গ
উৎসের বিচারে অনুসর্গ তিন প্রকার।
১. সংস্কৃত উপসর্গ : সংস্কৃত শব্দ সরাসরি বসেছে এমন উপসর্গ। যেমন
·         অপেক্ষা, অভিমুখে, উপরে, করুন্তৃক, ইত্যাদি।
২. সংস্কৃত-বিবর্তিত : সংস্কৃত শব্দের ক্রমবিবর্তনের মধ্য আগত কোন শব্দ যখন অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। যেমন
·         সংস্কৃত অগ্রে>প্রাকৃত অগ্‌গে>বাংলা আগে।
এরূপ অন্যান্য অনুসর্গ হতে পারে কাছে, ছাড়া, পাশে
৩. বিদেশী অনুসর্গ : বাংলা, সংস্কৃত, সংস্কৃত থেকে ক্রমবিবর্তিত অপরাপর শব্দ যেটি অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। যেমন
·         ফারসি : দরুন, বদলে,বনাম।

উৎপন্নের বিচারে অনুসর্গ দুই প্রকার।
১. নামজাত অনুসর্গ : ক্রিয়ামূল থেকে উৎপন্ন অনুসর্গ ছাড়া অন্যান্য অনুসর্গের সাধারণ পরিচয় দেওয়া হয় নামজাত অনুসর্গ বলা হয়। যেমন-
·         উপরে, অপেক্ষা ইত্যাদি
২. ক্রিয়াজাত অনুসর্গ : কোনো ক্রিয়ামূলের সাথে থেকে উৎপন্ন এমন কিছু শব্দ, যেগুলো অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। যেমন
করুন্+ইয়া=করিয়া>করে বা করে। [ভালো করে কাজ করুনো]

বিভক্তির সংযুক্তির বিচারে অনুসর্গ
অনুসর্গের সাথে বিভক্তি আছে কি নেই তার উপর ভিত্তি করে, অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন
১. বিভক্তিহীন অনুসর্গ : এই সকল অনুসর্গের সাথে কোনো বিভক্তি থাকে না বা বিভক্তি যুক্ত করা যায় না। যেমন
·         দ্বারা, করুন্তৃক, নাগাদ ইত্যাদি।
২. বিভক্তিযুক্ত অনুসর্গ : এই সকল অনুসর্গের সাথে বিভক্তি যুক্ত থাকে।
নামজাত অনুসর্গে বিভক্তি যুক্ত থাকে। যেমন
·         আগ>আগে, উপর>উপরে, কারণ>কারণে
ক্রিয়ামূলজাত অনুসর্গে ইয়াবিভক্তযুক্ত হয়ে অনুসর্গ তৈরি হয়। যেটি সাধু রূপে ব্যবহৃত হয়। চলিত রূপে এর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন
·         করুন্+ইয়া=করিয়া>করে বা করে।

·         ধর্+ইয়া=ধরিয়া>ধরে বা ধরে।

অনুবাদ

অনুবাদ যদিও ব্যাখ্যায় নয় নতুবাও একটা রূপান্তর ভাবান্তর ভাষান্তরিত করা ইত্যাদি নানা অনুষঙ্গ সাপেক্ষে এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন করে অনূদিত ভাষার গতিময়তা, গঠনরীতি, পদবিন্যাস ও বৈশিষ্ট্যমণ্ডিত করাকেই মূলত বুঝানো হয়।
বাংলায় অনুবাদের ক্ষেত্রে সব সময়েই আক্ষরিক অনুবাদ রীতি পালনেরও সমস্যা রয়েছে। যেমনি বলা যায় ইংরেজী Proverb অর্থাৎ It has been raining cats and dogs. অথবা Cut your coat according to your cloth ইত্যাদিকে বিড়াল কুকুর বৃষ্টি অথবা কাপড় অনুযায়ী কোট কাটার অর্থে প্রকাশ করলে কী হবে? পাশাপাশি foot, Shit, what the hell are you talking? okay, I be right back now, well, no mention ইত্যাদিকে আক্ষরিক অনুবাদ করলে কেমনটি হবে? … সেজন্যই অনুবাদের সাথে যথার্থ অনুবাদ, সঠিক অনুবাদ, সার্থক অনুবাদ, প্রকৃত অনুবাদ ইত্যাদি কথাগুলো প্রচলিত আছে। তাই বলা হয় অনুবাদ একটি সৃজনশীল করুন্ম। ভাষা ও সাহিত্যের পূর্বাপর উৎকরুন্ষ সাধনে এর প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা অনস্বীকার্য।
ইংরেজী থেকে আমাদের বাংলা ভাষায় অনুবাদের ক্ষেত্রে জটিলতা অনেক। এখানে দুটো দিককেই প্রাধান্য দিতে হয়। এর একটি হলো ইংরেজী ভাষার রীতি-নীতি ও অন্যটি হলো বাংলা ভাষার।
ইংরেজী সাহিত্যের বিভিন্ন রূপ, প্রকরুনণ, বাস্তবতা, আঙ্গিককে ব্যাখ্যা সাপেক্ষে অনুবাদ না করলে পাঠক কিন্তু অনুবাদের সমান্তরালে তার বোধ ও ধারণাকে নিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে পাদটীকা, ব্যাখ্যা কিংবা আলাদা Text আবশ্যক। এছাড়াও ইংরেজী ভাষার শব্দভাণ্ডার (Vocabulary) সম্পর্কে সঠিক ও প্রকৃত পরিবেশ সৃষ্টিকারী, পরিস্থিতি বাস্তবতা অনুযায়ী মার্জিত অর্থ প্রকাশক ভাব এবং বোধের সমান্তরালে অনূদিত হওয়া প্রয়োজন ভাষা বিশেষজ্ঞদের পরামর্শ হলো ইংরেজী জটিল, যৌগিক (Complex, Compound) বাক্যগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট সরল বাক্যে (Simple Sentence) রূপান্তরই শ্রেয়। যেমন একটি উদাহরণ দেয়া যেতে পারে। It was ten at night when a man suddenly entered my room with a dagger in hand এর অনুবাদ হতে পারে তখন রাত দশটা। হঠাৎ একটা লোক আমার ঘরে ঢুকলো। তার হাতে একটি ছোরা। এছাড়াও Verb এর ব্যবহার Conditional sentence if clause, জিরাল্ড পার্টিসিপল, গ্রুপ ভার্ব, courtesy-ward ইত্যাদি ক্ষেত্রে অনুবাদ রীতি সাপেক্ষে আবার বোধ ও বাস্তবতা সাপেক্ষ হতে পারে।

অভিধান প্রণেতাগণ ইংরেজী শব্দের অনুবাদের ক্ষেত্রে নানা প্রকারের বিধিও সতর্কতার উপর গুরুত্ব প্রদান করে থাকেন। তাদের মতে শীর্ষ শব্দ (Head word), প্রত্যয়ান্ত শব্দ (deri-vatives), যৌগশব্দ (compound word), বাগধারা (Idiom), উপসর্গ, প্রত্যয়, পদান্বয়ী অব্যয়যুক্ত ক্রিয়াপদ, (verb with a particle or a preposition) সংখ্যা নির্দেশক শব্দ, সংজ্ঞা নির্দেশক সংখ্যা (definition numbers), বাক্স, ঢেউ চিহ্ন ও লঘু-বন্ধনী শব্দ সংক্ষেপ (Abbreviators), Affixes (Prefixes and suffixes), Numerical Expressions, Weight and Measurements, Chemical Elements, Punctuation Z_v Full stop, Question Mark Comma, Exclamation Mark, Color, Semicolon, Desh, Hyphen, Parentheses (ব্রিটিশ Brackets), Quotations Marks অথবা (GB Inverted Commas) ইত্যাদির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে একজন অনুবাদককে পূর্ণ সজাগ এবং সচেতন থাকতে হবে