Monday, July 30, 2018

বালিয়াড়ি sand dunes

Aবালিয়াড়ি (Sand Dune)বায়ুপ্রবাহের সঞ্চয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়বালিয়াড়ি হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে শিলাধূলি ও বালির সৃষ্টি হয়সেগুলি আবার কোথাও কোথাও জমা হয়ে নতুন ভূমিরূপ গঠন করে । বায়ুপ্রবাহের সঞ্চয়কাজের ফলে কোনো বিস্তীর্ণ স্থান জুড়ে উঁচু ও দীর্ঘ বালির স্তূপ গঠিত হলে তাকে বালিয়াড়ি বলে বালিয়াড়ি হল বালির পাহাড় । মরুভূমি ছাড়া সমুদ্র উপকূলেও বালিয়াড়ি দেখা যায় [যেমনদিঘা বালিয়াড়ি]  তবে সমুদ্র উপকূলের বালিয়াড়ি সাধারনত আকারে ছোটো হয় । বাতাসের সঙ্গে সঙ্গে বালিয়াড়ি গতিশীল হয় । বালিয়াড়ি কখনো ভাঙ্গে আবার কখনো গড়েআবার আকৃতির পরিবর্তন ঘটায় । রাজস্থানের মরুভূমিতে এরূপ চলন্ত বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয় । 
বিভিন্ন প্রকার বালিয়াড়িগুলি হল
১. বার্খান বালিয়াড়ি (Barkhan Dune) ২. সিফ বালিয়াড়ি (Seif Dune) ৩. নক্ষত্র বালিয়াড়ি (Star Dune) ৪. অ্যাকলি বালিয়াড়ি (Alkle Dune) ৫. অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune) ৬. উল্টানো বালিয়াড়ি (Reverse Dune) ৭. দ্রাস বালিয়াড়ি (Drush Dune) ৮. চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি (Hairpin Dune) ৯. মস্তক বালিয়াড়ি (Head Dune) ১০. পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune) ১১. পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune) ১২. অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune) ১৩. পরবর্তী বালিয়াড়ি (Wake Dune)
 B. অন্যান্য সঞ্চয় (Other Depositions): বালিয়াড়ি ছাড়াও আরও কিছু কিছু ভূমিরূপও বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হয় । এগুলি হল
১. লোয়েস সমভূমি (Loess Plain) ২. বালি পাত (Sand Sheet) ৩. বালি শিরা (Sand Ridge) ৪. বালি তরঙ্গ (Sand Ripple)
বার্খান (Barkhan):
বুৎপত্তিগত অর্থঃ বার্খান একটি তুর্কি শব্দএর অর্থ হল কিরঘিজ স্টেপস অঞ্চলের বালিয়াড়ি
বার্খান (Barkhan)
সংজ্ঞাঃ উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথে বালিয়াড়ি আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকারে বিরাজ করে । এই রকম বালিয়াড়িকে বার্খান বলা হয় । মরু পর্যটক হেডিন সর্বপ্রথম এর নামকরণ করেন ।
উদাঃ সাহারা মরুভূমিতে অনেক বার্খান দেখা যায় ।   
বৈশিষ্ট্যঃ বার্খান – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) বার্খানের সামনের দিকের ঢাল উত্তল (১০°-১৫°) এবং পিছনের দিক অবতল (৩০°) আকৃতির হয়ে থাকে ।
খ) বার্খানের দুই প্রান্তে অর্ধচন্দ্রকারে দুটি শিং – এর মত শিরা অবস্থান করে ।
গ) বার্খান বায়ুর গতির দিকে ক্রমশ ঢালু ও বিপরীত দিকে ক্রমশ খাঁড়াই হয় ।
ঘ) যে সব মরু অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়সেখানে বার্খানের সৃষ্টি হয়ে থাকে ।
ঙ) বার্খানগুলির উচ্চতা সাধারণত ১০ ৩০ মিটারদৈর্ঘ্য ৫০ ২০০ মিটার এবং প্রস্থ ৪০ – ৭০ মিটার হয়ে থাকে । তবে অনেকক্ষেত্রে এরা ২০ – ৩০ মিটার উঁচু এবং ১৪০ মিটার বা তারও বেশি চওড়া হয় ।
চ) বার্খান মরু অঞ্চলে ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে ।
ছ) এগুলি বায়ুর প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থান করে ।
সিফ বালিয়াড়ি (Seif Dunes):
বুৎপত্তিগত অর্থ: সিফ একটি আরবী শব্দযার অর্থ সোজা তরবারি
সিফ বালিয়াড়ি (Seif Dune)
সংজ্ঞা: তীব্র ঘূর্ণিবায়ুর আঘাতে পরপর অনেকগুলি বালিয়াড়ি ভেঙ্গে গেলে বায়ুপ্রবাহের পথে বেশ সংকীর্ণ কিন্তু খুব লম্বা বালিয়াড়ি তৈরি হয় । এই রকম দীর্ঘ অথচ সংকীর্ণ বালিয়াড়িকে  সিফ বালিয়াড়ি (Seif Dunes) বলে । ভূমিরূপ বিজ্ঞানী বার্গনল্ড এর নামকরণ করেন ।
উদাঃ অস্ট্রেলিয়ার সিম্পসন মরুভূমিতে সিফ বালিয়াড়ি দেখা যায় ।                   
বৈশিষ্ট্যঃ সিফ বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) স্থায়ী বালিয়াড়ির মধ্যভাগ বায়ুপ্রবাহের ফলে ভেঙে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয় । 
খ) এরকম বালিয়াড়ির উচ্চতা সাধারণত ১০০-২০০ মিটারদৈর্ঘ্য ১০০-১৫০ কিমি এবং প্রস্থ এক কিমির মত হয়ে থাকে । 
গ) পরস্পর সমান্তরালভাবে একাধিক সিফ বালিয়াড়ি গড়ে ওঠে । 
ঘ) এগুলি দেখতে শৈলশিরার মত হয় । 
ঙ) এদের শীর্ষভাগ ধাঁরালো করাতের মত ও অগ্রভাগ সূচালো হয় । 
চ) দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী ফাঁককে করিডোর বলে ।
নক্ষত্র বালিয়াড়ি (Star Dune):
সংজ্ঞাঃ মধ্যভাগে বালির শৃঙ্গবিশিষ্ট ও সেখান থেকে বিভিন্ন দিকে বালির শৈলশিরা ছড়িয়ে বালিয়াড়ি নক্ষত্রের ন্যায় রূপ নিলে, তাকে নক্ষত্র বালিয়াড়ি (Star Dune) বলে ।
নক্ষত্র বালিয়াড়ি (Star Dune)
উদাঃ কালাহারি মরুভূমিতে নক্ষত্র বালিয়াড়ি দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ নক্ষত্র বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে বায়ু প্রবাহিত হলে এরূপ বালিয়াড়ি সৃষ্টি হয় ।
খ) এই প্রকার বালিয়াড়িগুলির স্থান পরিবর্তন একপ্রকার হয় না বললেই চলে ।
গ) এগুলি মরুভূমির ল্যান্ডমার্কহিসাবে ধরা হয় ।
অ্যাকলি বালিয়াড়ি (Alkle Dune):
সংজ্ঞাঃ অনেকগুলি বার্খান বালিয়াড়ি পরস্পরযুক্ত হয়ে দীর্ঘ সাপের দেহের ন্যায় আকৃতিতে
সারিবদ্ধভাবে অবস্থান করলে, তাকে অ্যাকলি বালিয়াড়ি (Alkle Dune) বলে ।
অ্যাকলি বালিয়াড়ি (Alkle Dune)
উদাঃ সাহারা মরুভূমিতে অ্যাকলি বালিয়াড়ি দেখা যায় ।                                  
বৈশিষ্ট্যঃ অ্যাকলি বালিয়াড়ি র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) বছরে দুটি নির্দিষ্ট সময়ে দুটি নির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার ফলে এই প্রকার বালিয়াড়ি সৃষ্টি হয় ।
খ) অ্যাকলি বালিয়াড়ির এগিয়ে যাওয়া বাঁকটিকে লিঙ্গুঅয়েড ও পিছিয়ে যাওয়া বাঁকটিকে বার্খানঅয়েড বলে । 
অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune):
সংজ্ঞাঃ মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট গর্তগুলির প্রতিবাত ঢাল থেকে বালি অপসারিত হয়ে অনুবাত ঢালে সঞ্চিত হয়ে অধিবৃত্তের ন্যায় যে বালিয়াড়ি সৃষ্ট হয়, তাকে অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune) বলে । 
উদাঃ আফ্রিকার নামিবিয়া মরুভূমিতে অনেক অধিবৃত্তীয় বালিয়াড়ি দেখা যায় ।                                
বৈশিষ্ট্যঃ অধিবৃত্তীয় বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) এইপ্রকার ভূমিরূপ বেলচা বা চামচের গর্তের মত আকৃতিবিশিষ্ট হয় ।
খ) এর প্রতিবাত ঢাল অনুবাত ঢালের থেকে কম হয় । 
দ্রাস বালিয়াড়ি (Drush Dune):
সংজ্ঞাঃ তিমি মাছের পৃষ্ঠদেশের ন্যায় সমতল শিখরবিশিষ্ট বালিয়াড়িকে দ্রাস বালিয়াড়ি (Drush Dune) বা তিমিপৃষ্ঠ বালিয়াড়ি (Whaleback Dune) বলে । 
উদাঃ সাহারা মরুভূমিতে দ্রাস বালিয়াড়ি দেখা যায় ।                                                                          
বৈশিষ্ট্যঃ দ্রাস বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) এগুলি বায়ুর গতিপথের সাথে সমান্তরালে অবস্থান করে ।
খ) এরা দৈর্ঘ্যে প্রায় ১৫০ কিমি, প্রস্থে ১-৩ কিমি ও উচ্চতায় প্রায় ৪০০ মিটার পর্যন্ত হয় । 
উল্টানো বালিয়াড়ি (Reverse Dune):
সংজ্ঞাঃ প্রাথমিক ঢালের ঠিক বিপরীত দিকে আরো একটি অপ্রধান ঢালযুক্ত শৈলশিরার ন্যায় আকৃতিবিশিষ্ট বালিয়াড়িকে উল্টানো বালিয়াড়ি (Reverse Dune) বলে ।
উদাঃ কালাহারি মরুভূমিতে প্রচুর সংখ্যক উল্টানো বালিয়াড়ি দেখা যায়
বৈশিষ্ট্যঃ উল্টানো বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) এইপ্রকার বালিয়াড়ি বায়ুর প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থান করে । 
খ) তীর্যক বালিয়াড়ি ও বার্খান বালিয়াড়ির মধ্যে এদের অবস্থান দেখা যায় ।
গ) দুটি সমশক্তিসম্পন্ন বিপরীতমুখী বায়ুপ্রবাহের স্থায়িত্বকাল সমান হলে এরূপ বালিয়াড়ি গড়ে ওঠে ।
চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি (Hairpin Dune):
সংজ্ঞাঃ অধিবৃত্তীয় বালিয়াড়ি প্রসারিত হতে হতে দীর্ঘ, সংকীর্ণ ও সমান্তরাল ঢালযুক্ত বালিয়াড়ি সৃষ্টি হলে, তাকে চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি (Hairpin Dune) বলে ।
উদাঃ আফ্রিকার নামিবিয়া মরুভূমিতে চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি দেখা যায় ।                                    
বৈশিষ্ট্যঃ চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) অধিবৃত্তীয় বালিয়াড়ি থেকে এইপ্রকার বালিয়াড়ি সৃষ্টি হয় ।
খ) কখনও কখনও এগুলির উপর উদ্ভিদ জন্মালে এরা স্থির বালিয়াড়িতে পরিনত হয় । 
মস্তক বালিয়াড়ি (Head Dune),পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune) ও পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune):
মস্তক বালিয়াড়ি (Head Dune): বায়ুপ্রবাহ তার গতিপথে কোন বাঁধার সম্মুখীন হলে সেই বাঁধার প্রতিবাত অংশে যে বালিয়াড়ি গড়ে ওঠে, তাকে মস্তক বালিয়াড়ি (Head Dune) বলে । 
উদাঃ থর মরুভূমিতে মস্তক বালিয়াড়ি দেখা যায় ।                                                                 
বৈশিষ্ট্যঃ মস্তক বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) এরা আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় । 
খ) এদের আকৃতি অনেকটা পাখির ঠোঁটের মত হয় ।


 পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune): বায়ুপ্রবাহ তার গতিপথে কোন বাঁধার সম্মুখীন হলে সেই বাঁধার পিছনদিকেও অল্প পরিমানে বালি পরিবাহিত হয় এবং তা ঐ স্থানে থিঁতিয়ে পড়ে বালিয়াড়ি সৃষ্টি হলে, তাকে পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune) বলে ।                                                    
উদাঃ থর মরুভূমিতে পুচ্ছ বালিয়াড়ি দেখা যায় ।                                                          
বৈশিষ্ট্যঃ পুচ্ছ বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) এরা আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় । 
খ) এরা দেখতে স্তূপাকৃতি হয় ।


 পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune): বায়ু তার প্রবাহপথে বাঁধার সম্মুখীন হলে বাঁধার দু পাশ দিয়ে প্রবাহিত হয় । এর ফলে বাঁধার দুই পাশে বালি থিঁতিয়ে পড়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয়,তাকে পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune) বলে ।                      
উদাঃ থর মরুভূমিতে পার্শ্ব বালিয়াড়ি দেখা যায় ।                                                                      
বৈশিষ্ট্যঃ পার্শ্ব বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
ক) এরা আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় । 
খ) এরা দেখতে দণ্ডাকৃতি হয় ।
অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune) ও পরবর্তী বালিয়াড়ি (Wake Dune):
অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune): অনেক সময় ঘূর্ণি বায়ুপ্রবাহের প্রভাবে মস্তক বালিয়াড়িরকিছুটা আগে অপর একপ্রকার বালিয়াড়ির সৃষ্টি হয় । একে অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune) বলে ।            
উদাঃ থর মরুভূমিতে অগ্রবর্তী বালিয়াড়ি দেখা যায় ।                                                                      
বৈশিষ্ট্যঃ অগ্রবর্তী বালিয়াড়ি – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ – 
ক) এইপ্রকার বালিয়াড়ি আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় । 
খ) এরা দেখতে স্তূপাকৃতি হয় । 


পরবর্তী বালিয়াড়ি (Wake Dune): পুচ্ছ বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয়, তাকে পরবর্তী বালিয়াড়ি (Wake Dune) বলে ।  
উদাঃ থর মরুভূমিতে পরবর্তী বালিয়াড়ি দেখা যায় ।                                                                  

বৈশিষ্ট্যঃ পরবর্তী বালিয়াড়ি  এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ – 
ক) এইপ্রকার বালিয়াড়ি আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় । 
খ) এরা দেখতে ক্ষুদ্র স্তূপাকৃতি হয় । 

sulphuric acid

সালফিউরিক অ্যাসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম হাইড্রোজেন সালফেটএটির সংকেত H2SO4সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়। সালফিউরিক এসিড পূর্বে অয়েল অফ ভিট্রিয়লনামে অভিহিত ছিল

প্রস্তুত প্রণালী

H2 + SO4 → H2SO4 এখনে হাইড্রজেন ও সালফেট এর রাসায়নিক বিক্রিয়ায় সালফিউরিক এসিড তৈরি হয়। এখানে হাইড্রোজেন প্রতিস্থাপনিও বলে এটি এসিড।
স্পর্শ চেম্বারে 400-500 C তাপমাত্রায় Pt চূর্ণ বা V2O5প্রভাবকের উপস্থিতিতে SO2অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3উৎপন্ন করে
2SO2 + O2 → 2SO3 + 198 KJ
SO3 এর সাথে পানি যোগ করলে H2SO4 উৎপন্ন হয়
SO3 + H2O → H2SO4(98%)
তবে এ পদ্ধতিতে তৈরি না করে নিচের পদ্ধতিতে তৈরি করা হয় | কারণ উপরোক্ত পদ্ধতিতে ধোয়ার সৃষ্টি হয় যা ল্যাবরেটরির পরিবেশ দূষিত করে
(98%) H2SO4 + SO3 → H2S2O7
H2S2O7 কে অলিয়াম বা পাইরো সালফিউরিক এসিড বলা হয়। H2S2O7 এর সাথে প্রয়োজনীয় পানি (H2O) যোগ করা হয়।
H2S2O7 + H2O → 2H2SO4
এভাবে প্রয়োজনীয় ঘনমাত্রার H2SO4 তৈরি করা হয়।

ভৌত ধর্মাবলী

এটি টক স্বাদযুক্ত এটি নীল লিটমাসকে লাল করে

রাসায়নিক ধর্মাবলী

এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
H2SO4 + CaO = CaSO4 + H2O

ব্যবহার

সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হল সালফিউরিক এসিড। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রং, ঔষধপত্র, কীটনাশক সহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক, রাবারের ভলকানাইজিং, দিয়াশলাই, বারুদ, রেয়ন ও ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো তৈরিতে প্রচুর পরিমাণে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।



সালফিউরিক অ্যাসিড

নামসমূহ
Sulfuric acid
অন্যান্য নাম
অয়েল অব ভিট্রিয়ল
গন্ধকাম্ল
গন্ধক দ্রাবক
শনাক্তকারী
·         ৭৬৬৪-৯৩-৯ https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/X_mark.svg/7px-X_mark.svg.png
WS5600000
1830
বৈশিষ্ট্য
98.08 g/mol
বর্ণ
স্বচ্ছ, বর্ণহীন, ঘন্থহীন তরল
১০ °সে (৫০ °ফা; ২৮৩ K)
৩৩৭ °সে (৬৩৯ °ফা; ৬১০ K)
−3
26.7 cP (20 °C)
ঝুঁকি প্রবণতা
Corrosive (C)
0
3
2
W
অদাহ্য
সম্পর্কিত যৌগ
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।



Sunday, July 29, 2018

geography


3. পৃথিবি ও সূর্যের মধ্যে দূরত্ব :- পৃথিবীর পরিক্রমণ গতির জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্বের হ্রাস ঘটে ।
                অণুসূর অবস্থায় পৃথিবী সূর্যের নিকটতম (147০০০০০০k.m.)অবস্থানে আসে বলে সূর্যরশ্মির তাপীয় ফলের পরিমাণও বেশি হয় ।
অপসূর আবস্থায় পৃথিবী সূর্যের দূরতম (152০০০০০০ k.m.) আবস্থানে আসে বলেসূর্য রশ্মির তাপীয় ফলের পরিমান কম ।
4. ভূমিরুপের উচ্ছতা - ভূমিরুপের উচ্ছতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক ব্যাস্তানুপাতিক । অর্থাৎ ভুমির উচ্চতার বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার হ্রাস পায় ।

 সাধারণত প্রতি 1 k.m. বা 1০০০ m. উচ্ছতা বৃ্দ্ধিতে 6.4°c হারে উষ্ণতা কমে যায় । একে normat lapes  rate  বলে।
এই কারনের জন্য পৃথিবীর পার্বত্য অঞ্চলে সাধারণত উষ্ণতা খুব কম হয় এবং পার্বতের চূড়ায় বরফ জমে ।
5. ভুমির ঢাল – ভূমির ধালের তারতম্যর জন্য কোন স্থানের

MY SELF

I am Pijush Mondal form kalmikhali, andharmanik bishnupur.