A.E-2019
F.m90
1
a)cgs পদ্ধতিতে আয়তনের একক কী?
🛑 ঘন সেন্টিমিটার (cm3) এবং SI পদ্ধতিতে ঘনমিটার (m3)।
b) দৈর্ঘ্য পরিমাপ করার যন্ত্রের নাম কী?
🛑স্কেল।
c) অ্যাভোগাড্রো সংখ্যা হল-
🛑6.023 x 1023
d)দ্রাব্যতার একক হল
🛑দ্রাব্যতা পদার্থের একটি ভৌত ধর্ম। কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে হয় তাকেই ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে। দ্রাব্যতা একটি আনুপাতিক রাশি। এর কোন একক নেই।e) ব্যাপন হল কোন মিশ্রনের-
🛑ঘন থেকে লঘু হওয়ার পদ্ধতি।
f)ফ্লুরোসিস রোগ হয়-
🛑জলে ফ্লোরাইড দূষনের জন্য।
g) 1 জুল= ?
🛑107 =10N
h)নিউক্লিয়াসের ব্যাস কত?
🛑10^-13Cm
i) অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি?
🛑লাল।
j) বলয় পরীক্ষায় বলয়ের রং কি?
🛑বাদামি।
k)কার্যের মাত্রা কি?
🛑
l) মিল্ক অফ ম্যাগনেসিয়া তে উপস্থিত রাসায়নিক পদার্থটি কি?
?
🛑
m)মোলিয়াস কোথায় অবস্থিত?
?
🛑
একটি করে উদাহরণ দাও
সল
?
🛑
কঠিন এরোসল বা আম্লিক অক্সাইড
?
🛑
তরল এরোসল বা ক্ষারকীয় অক্সাইড
ইমালসন
অবদ্রবকারক
শমিত লবণ বা অ্যাসিড লবন
একটি করে ব্যবহার লেখ
মিথাইল অ্যালকোহল অথবা NaoH
ইথাইল অ্যালকোহল অথবা H2SO4
অ্যাসিটোন
ক্লোরোফর্ম
কেরোসিন
Seed Crystal
দ্রুতি ও বেগের দুটি সাদৃশ্য লেখ
দ্রুতি ও বেগের দুটি পার্থক্য লেখ
স্থিরাবস্থা থেকে একটি বস্তুকণা যাত্রা শুরু করে 5 m/S2 ত্বরণ নিয়ে চলছে। 2 সেকেন্ড পরে কত পথ অতিক্রম করবে?
সাইফনের দুটি প্রয়োগ লেখ
ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের দুটি পার্থক্য লেখ।
ধারারেখ প্রবাহকে কি কি ভাগে ভাগ করা যায়?
ক্লোরিনের দুটি আইসোটোপ কি কি
পাথরে কুষ্ঠ কাকে বলে? অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের একটি উপায় লেখ। সেপারেটরি ফানেল কখন ব্যবহার করি?
এক অশ্বক্ষমতা কাকে বলে?
ইউট্রোফিকেশন কাকে বলে?
সিজিএস পদ্ধতিতে শক্তির দুটি একক লেখ।
উষ্ণ ও গাঢ় H2SO4 -এর সঙ্গে Zn-এর বিক্রিয়াটির সমীত সমীকরণটি লেখ
HCL -এর শনাক্তকরণ বিক্রিয়াটি লেখ।
ফ্লুওরাইড যৌগের ক্ষতিকারক দুটি প্রভাব লেখ।
ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিন এর সাধারণ সংকেত লেখ।
400 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা বায়ুতে কম্পিত হয়ে 85 সেমি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উৎপন্ন করছে। বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো।
শীতকালে ভোরে পুকুরের জলের উপর কুয়াশা হতে দেখা যায় কেন?
নিচের প্রশ্নগুলির উত্তর দাও
লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো:-v=v+at
ব্যারোমিটার এর সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে নির্ণয় করা হয়।
প্লবতার তিনটি বৈশিষ্ট্য লেখ।
ইলেকট্রন বিন্যাস লেখ- 10Ne20, 11Na23, 12Mg24
জলের 1টি অণুর ওজন নির্ণয় কর।
জলের খরতার তিনটি কারণ লেখ।
ক্যালরিমিতির মূলনীতি পূরণের তিনটি শর্ত লেখ।
1g জলের আয়তন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও।
শব্দের প্রতিফলন ও আলোর প্রতিফলনের মধ্যে তিনটি পার্থক্য লেখ। শব্দের প্রাবাল্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।
No comments:
Post a Comment