1.পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? @6400km ।
2.পৃথিবীর আকৃতি গোল কে প্রথম বলেছিলেন? @
3.কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন? @এরাটোস্থেনিস ।
4.দিগন্তরেখা কাকে বলে?
@দিগন্তরেখা:- সমুদ্রের ধারে কিংবা বিশাল ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্তরেখায় মিশে গেছে। একে দিগন্ত রেখা বলে।
5.বেডফোর্ড লেভেলের পরীক্ষা কে করেছিলেন? @আলফ্রেড রাসেল ওয়ালেস।
6.পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কী? @ইউরি গ্যগারিন।
7.পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী? @ভ্যালেন্তিনা তেরোস্কোভা।
8.ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী? @রাকেশ শর্মা।
9.মহাকাশ থেকে পৃথিবীর বনভূমি, তৃণভূমি ও মরুভূমি কী রঙের দেখায়? @নীলাভ সবুজ, ফিকে হলুদ, রক্তাভ হলুদ।
1
0.পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? @নিরক্ষীয় ব্যাস-12757km মেরু ব্যাস-12714km।
11.পৃথিবীর অভিগত গোলাকৃতির অন্যতম অপ্রত্যক্ষ প্রমাণগুলি কী কী?
@পৃথিবীর গোলাকৃতির অপ্রত্যক্ষ প্রমাণ:-
i) পৃথিবীর গোলাকার ছায়াতত্ব:-চন্দ্রগ্রহণের সময় চাঁদে পড়া পৃথিবীর ছায়া গোলাকার হয়। যেহেতু গোলাকার বস্তুর ছায়া গোলাকার হয়। তাই বলা যায় পৃথিবীর আকৃতি গোল।
ii)সূর্যাস্ত ও সূর্যোদয়:-পৃথিবী চ্যাপ্টা বা সমতল হলে সূর্যাস্ত ও সূর্যোদয় একত্রে হত কিন্ত পৃথিবী গোলাকারের জন্য পূর্বের দেশগুলিতে আগে ও পশ্চিমের দেশগুলিতে পরে সূর্যাস্ত ও সূর্যোদয় হয়।
iii)গোলাকার তত্ব:-দূরবিনের সাহায্যে দেখা যায় গ্রহগুলি গোলাকার।
iv)গোলাকার সমুদ্রপৃষ্ঠ:-কোনো জাহাজ সমুদ্রের তীরের দিকে আসার সময় প্রথমে তার মাস্তল ও পরে তার এক এক অংশ এবং শেষে পুরো জাহাজটি দৃশ্যমান হয় এর থেকে বলা যায় পৃথিবী গোলাকার।
v)দিগন্ততরেখা:-সমুদ্রের ধারে কিংবা বিশাল ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃওরেখায় মিশে গেছে। পৃথিবী গোল বলেই এটি সম্ভব।
12.জিওড কী?
@জিওড কথার অর্থ পৃথিবীর মতো বা পৃথিবীর সদৃশ।অর্থাৎ পৃথিবীর আকৃতি কিছুটা কমলালেবুর মতো হলেও পুরো কমলালেবুর মতো নয়। যেহেতু পৃথিবীর আকৃতিকে অন্য কোন আকৃতির সাথে মিলানো যায় না। তাই বলা যায় যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড।
13.সৌরপরিবারে অন্তস্থ ও বহিস্থ গ্রহগুলি কী কী?
@অন্তস্থ গ্রহ--বুধ,শুক্র,পৃথিবী, মঙ্গল।(4টি)
বহিস্থ গ্রহ--বৃহস্পতি, শনি,ইউরেনাস, নেপচুন।(4টি)
14.মঙ্গল কে লাল গ্রহ বলা হয় কেন?
@মঙ্গলে ফেরাস অক্সাইডের উপস্থিত থাকার জন্য লাল রঙের দেখতে হয়। তাই মঙ্গলকে লালগ্রহ বলে।
15.পৃথিবীর গড় ব্যাস কত? @12800km
16.আয়তন ও দূরত্বের বিচারে পৃথিবীর স্থান কত? @৫ম ও ৩য়।
17.GPS এর পুরো নাম কী? @global positioning system.
18.বর্তমানে কতগুলি স্যাটেলাইট বা উপগ্রহ GPS ব্যবস্থায় কার্যকরী আছে? @24টি।
19.দূরসংবেদন কী? @কোন রকম ভৌত যোগাযোগ ছাড়া দূরের কোন বস্ত সম্পর্কে তথ্য সংগ্রহ প্রক্রিয়াকে দূর সংবেদন বলে।
20.কোন মহাকাশ যানের সাহায্যে প্রথম কারা চন্দ্রে অভিযান করেছিলেন? @1969 খ্রীস্টাব্দে অ্যাপেলো-11 মহাকাশযানের সাহায্যে মাইকেল কলিন্স ও অ্যলউইন অলড্রিন চন্দ্র অভিযান করেছিলেন।
21.GPS কী? এর ব্যবহার লেখ।
@ ^কৃত্রিম উপগ্রহের সাহায্যে দূর সংবেদন এর মাধ্যমে পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়কেই বলা হয় GPS।
^^ব্যবহার:-
(i) পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়।
(ii)দেশের প্রতিরক্ষার কাজে।
(iii) বিমান ও জাহাজ যাত্রায় উচ্চতা ও অবস্থান নির্ণয়ে।
(iv)ঊধ্ব বায়ুমণ্ডলের আবহাওয়া নির্ণয়ে।
(v)সঠিক সময় নির্ণয়ে।
(vi)ত্রাণ ও উদ্ধারকার্যে।
(vii)মৎস্য শিকারে।
(viii)দামি মোবাইলে।
(ix)বর্তমানে অচেনা পথে গাড়িকে পথ দেখাতে।
2nd part
1.সূর্য কোন ছায়াপথে ঘুরছে@আকাশগঙ্গা।
2.অহ্ন কথার অর্থ কী@দিন।
3.কোন গ্রহের একদিন এক বছরের চেয়ে বেশি@শুক্র।
4.পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবথেকে বেশি@নিরক্ষরেখায় ।
5.পৃথিবীর কোথায় 6 মাস দিন ও 6 মাস রাত্রি পরিলক্ষিত হয়@মেরু অঞ্চলে।
6.পৃথিবীর আবর্তনের বেগ প্রায় নিঃশেষ হয়ে যায় কোথায়@মেরু অঞ্চলে।
7.পৃথিবীর আবর্তনের ফলে কি কি হয়@দিন-রাত্রি হয়।
8.ছায়াবৃত্ত কী?
@যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখা পৃথিবীর দিনের আলোর আলোকিত অংশ এবং রাতের অন্ধকারঅন্ধকারাচ্ছন্ন অংশকে পৃথক করে, তাকে ছায়াবৃত্ত বলে।
9.কোরিওলিস বল কাকে বলে?
@পৃথিবীর আবর্তনজনিত যে বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত ও পৃথিবীপৃষ্ঠের যে কোনো গতিশীল বস্তুর দিকবিক্ষেপ বা গতিবিক্ষেপ ঘটে, তাকে কোরিওলিস বল বলে।
10.ফেরলের সূত্রটি কী?
@পৃথিবীর কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোতের গতিপথ উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়। বিজ্ঞানী ফেরল এটি প্রথম লক্ষ্য করেন বলে এটি ফেরলের সূত্র নামে পরিচিত ।
11.পৃথিবীর মেরুরেখা বা অক্ষটি তার উল্লম্বরেখার সঙ্গে কত ডিগ্রি কোনে হেলে থাকে?
@66(1÷2)° ৷
12.পৃথিবীর পরিক্রমণের বেগ কত?
@প্রতি সেকেণ্ডে 30km ।
13.অধিবর্ষ কী?
@পৃথিবীর সূর্য পরিক্রমণে সময় লাগে 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেণ্ড বা 365 দিন 6 ঘণ্টা, হিসাবের সুবিধার্থে 4 বছর অন্তর 1 দিন অতিরিক্ত ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা বাড়িয়ে নেওয়া হয় ও বছরটিকে 365 দিনের পরিবর্তে 366 দিনের করা হয়। এরকম 366 দিন সংখ্যা বছরটিকে অধিবর্ষ বা leap year বলে ।
14.পৃথিবীর অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কাকে বলে?
@পৃথিবী সূর্য পরিক্রমণকালে 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক প্রায় 15 কোটি 20 লক্ষ km হয়, সূর্য থেকে পৃথিবীর এই দূরত্বকে অপসূর অবস্থান বলে ।
3রা জানুয়ারী সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম 14 কোটি 70 লক্ষ km হয়, সূর্য থেকে পৃথিবীর এই দূরত্বকে অনুসূর অবস্থান বলে ।
15.পৃথিবীর অপসূর অবস্থান ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখ?
@
@@@@@@@@@@@
16.সূর্যের আপাত বার্ষিক গতিকে কী বলা হয়?@রবিমার্গ।
1
7. বিষুব কথার অর্থ কী?@সমান দিন-রাত।
18.মহাবিষুব ও জলবিষুব কোন তারিখকে বলা হয়?@
19.কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কোন তারিখকে বলা হয়?@
20.কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখ?
@
21.জলবিষুব কাকে বলে?@
22.মহাবিষুব কাকে বলে?@
3rd period
1.অক্ষাংশ কাকে বলে?@
2.উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে দিগনির্ণয় করা হয়?@ধ্রুবতারা।
3.দিগনির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?@সেক্সট্যান্ট ।
4.কলকাতার প্রমাণ দ্রাঘিমা কত?@
5.অক্ষরেখা কাকে বলে?@
6.অক্ষরেখার বৈশিষ্ঠগুলি লেখ।
@
7.নিরক্ষরেখার অপর নাম কী?@বিষুবরেখা।
8.উত্তরায়ন ও দক্ষিণায়নের শেষ সীমা কোনটি?@কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা।
9.পৃথিবীর তাপবলয়গুলি কী কী?
@উষ্ণমণ্ডল,নাতিশীতোষ্ণমণ্ডল,হিমমণ্ডল।
10.দ্রাঘিমারেখার অপর নাম কী?@
11.দ্রাঘিমারেখা কাকে বলে?@
12.মূলমধ্যরেখার মান কত?@
13.মূলমধ্যরেখা কাকে বলে?@
14.সময় গনণায় মূলমধ্যরেখার গুরুত্ব কী?
@
15.অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য কী?
@
16.প্রমাণ সময় কাকে বলে?
@
17.রাশিয়ার প্রমাণ দ্রাঘিমা কটি?@
18.স্থানীয় সময় কাকে বলে?
@
19.কোন ঘড়ির সাহায্যে গ্রিণউইচের সময় মাপা হয়?@ক্রোনোমিটার।
20.A.M ও P.M বলতে কী বোঝ?
@
21.মহাবৃত্ত কী? বৈশিষ্ট্য লেখ ।@
22.প্রতিপাদ স্থান কাকে বলে?
@
23. আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে? এর মান কত?