Wednesday, August 1, 2018


বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়াবলি পুরাতন নাম

ইউরোপের রুগ্ন মানুষ-তুরস্ক
শ্বেতাঙ্গদের কবরস্তান-গিনিকোস্ট
ইউরোপের সমর/রণক্ষেত্র-বেলজিয়াম
ইউরোপের ককপিট-বেলজিয়াম
সম্মেলনের শহর-জেনেভা
দক্ষিণ ভারতের উদ্যান-তাঞ্জোর
ইউরোপের ক্রীড়াঙ্গন-সুইজারল্যান্ড
দক্ষিণের গ্রেট ব্রিটেন-নিউজিল্যান্ড
ইউরোপের বুট-ইতালি
বাজারের শহর-কায়রো
উত্তরের ভেনিস-স্টকহোম
জাঁকজমকের নগরী-নিউইয়র্ক
ক্যাঙ্গারুর দেশ-অস্ট্রেলিয়া
সাদা শহর-বেলগ্রেড
উদ্যানের শহর-শিকাগো
বাতাসের শহর-শিকাগো
দ্বীপের মহাদেশ-ওশেনিয়া
ভূ-স্বর্গ-কাশ্মির
গোলাপী শহর-জয়পুর,রাজস্থান
পবিত্র ভূমি-জেরুজালেম
সাত পাহাড়ের শহর-রোম
পোপের শহর-রোম
নীরব শহর-রোম
চির শান্তির শহর-রোম
পবিত্র দেশ-ফিলিস্তিন
বজ্রপাতের দেশ-ভুটান
সোনালি আঁশের দেশ-বাংলাদেশ
সোনালি তোরণের দেশ-সানফ্রান্সিসকো
চির সবুজের দেশ-নাটাল
সোনালি প্যাগোডার দেশ-মায়ানমার
চির বসন্তের নগরী-কিটো
গ্রানাইটের শহর-এভারডিন
আদ্রিয়াটিকের দয়িতা-ভেনিস
আদ্রিয়াটিকের রাণী-ভেনিস
 গগনচুম্বী অট্টালিকার শহর-নিউইয়র্ক
দক্ষিণের রাণী-সিডনি
দ্বীপের নগরী-ভেনিস
রৌপ্যের শহর-আলজিয়ার্স
নিশ্চুপ সড়ক শহরভেনিস
হাজার হ্রদের দেশ-ফিনল্যান্ড
 শান্ত সড়ক-ভেনিস
হাজার দ্বীপের দেশ-ফিনল্যান্ড
প্রাচ্যের ভেনিস-ব্যাংকক
প্রাচ্যের ডান্ডি-নারায়ণগঞ্জ(বাংলাদেশ)
বাংলার ভেনিস-বরিশাল
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ-আফ্রিকা
হর্ন অফ আফ্রিকা-ইথিওপিয়া
প্রাচীরের দেশ-চীন
আফ্রিকার কিং-ইথিওপিয়া
শ্বেতহস্তীর দেশ/ শ্যামদেশ-থাইল্যান্ড
চীনের নীলনদ-ইয়াংসিকিয়াং
পবিত্র পাহাড়-ফুজিয়ানা(জাপান)
পীত নদীর দেশ-হোয়াংহো
প্রাচ্যের ম্যানচেস্টার-ওসাকা(জাপান)
হলদে নদী-হোয়াংহো
সূর্য উদয়ের দেশ-জাপান
নীল পর্বত-নীলগিরি পাহাড়
প্রাচ্যের গ্রেট ব্রিটেন-জাপান
সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার-ইউক্রেন
ভূমিকম্পের দেশ-জাপান
ম্যাপল পাতার দেশ-কানাডা
সমুদ্রের বধূ-গ্রেট ব্রিটেন
লিলি ফুলের দেশ-কানাডা
সমুদ্রের নদী-গালফ স্ট্রিম
মেডিটেরিয়নের দেশ-জিব্রাল্টার
স্বর্ণ নগরী-জোহান্সবার্গ
ভূমধ্যসাগরের চাবি/প্রবেশদ্বার-জিব্রাল্টার
বিশের রুটির ঝুড়ি-প্রেইরি
হারকিউলিসের স্তম্ভ-জিব্রাল্টার মালভূমি
পিরামিডের দেশ-মিশর
পৃথিবীর ছাদ-পামির মালভূমি
নীল নদের দেশ -মিশর
নিষিদ্ধ দেশ-তিব্বত
পশুপালনের দেশ-তুর্কিস্তান
নিষিদ্ধি শহর-লাসা
পশ্চিমের জিব্রাল্টার-কুইবেক
মুক্তার দেশ-কিউবা
পাকিস্তানের প্রবেশদ্বার-করাচি
মুক্তার দ্বীপ-বাহরাইন
মসজিদের শহর-ঢাকা, ইস্তাবুল
লবঙ্গ দ্বীপ-জাঞ্জিবার
রিক্সার নগরী-ঢাকা
আগুনের দ্বীপ-আইসল্যান্ড
ট্যাক্সির নগরী-মেস্কিকো
পান্নার দ্বীপ-আয়ারল্যান্ড
মটর গাড়ীর শহর-ডেট্রয়েট শহর
পৃথিবীর সুন্দর দ্বীপ-ট্রিস্টিয়ানা-ডি-কানা
মন্দিরের শহর-বেনারস
রাজপ্রাসাদের নগর-কলকাতা
মরুভূমির দেশ-আফ্রিকা
শান্ত সকালের দেশ-কোরিয়া
মহীশুরের বাঘ-টিপু সুলতান
সকালবেলার শান্তি
সোনার অন্তঃপুরে-ইস্তাবুল
পৃথিবীর চিনির আধার-কিউবা
পঞ্চনদের দেশ-পাঞ্জাব
ভারতের রোম-দিল্লি
ভাটির দেশ-বাংলাদেশ
ভারতের উদ্যান-লখনৌ
পৃথিবীর ব-দ্বীপ
ভারতের প্রবেশদ্বার-মুম্বাই
বাংলাদেশের প্রবেশদ্বার-চট্টগ্রাম
ব্রিটেন বাগান-কেন্ট
কানাডার প্রবেশদ্বার-সেন্ট-লরেন্স

বিসিএস – প্রিলিমিনারি – আন্তর্জাতিক বিষয়াবলি – পুরাতন নাম


বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়াবলি পুরাতন নাম

ইউরোপের রুগ্ন মানুষ-তুরস্ক
শ্বেতাঙ্গদের কবরস্তান-গিনিকোস্ট
ইউরোপের সমর/রণক্ষেত্র-বেলজিয়াম
ইউরোপের ককপিট-বেলজিয়াম
সম্মেলনের শহর-জেনেভা
দক্ষিণ ভারতের উদ্যান-তাঞ্জোর
ইউরোপের ক্রীড়াঙ্গন-সুইজারল্যান্ড
দক্ষিণের গ্রেট ব্রিটেন-নিউজিল্যান্ড
ইউরোপের বুট-ইতালি
বাজারের শহর-কায়রো
উত্তরের ভেনিস-স্টকহোম
জাঁকজমকের নগরী-নিউইয়র্ক
ক্যাঙ্গারুর দেশ-অস্ট্রেলিয়া
সাদা শহর-বেলগ্রেড
উদ্যানের শহর-শিকাগো
বাতাসের শহর-শিকাগো
দ্বীপের মহাদেশ-ওশেনিয়া
ভূ-স্বর্গ-কাশ্মির
গোলাপী শহর-জয়পুর,রাজস্থান
পবিত্র ভূমি-জেরুজালেম
সাত পাহাড়ের শহর-রোম
পোপের শহর-রোম
নীরব শহর-রোম
চির শান্তির শহর-রোম
পবিত্র দেশ-ফিলিস্তিন
বজ্রপাতের দেশ-ভুটান
সোনালি আঁশের দেশ-বাংলাদেশ
সোনালি তোরণের দেশ-সানফ্রান্সিসকো
চির সবুজের দেশ-নাটাল
সোনালি প্যাগোডার দেশ-মায়ানমার
চির বসন্তের নগরী-কিটো
গ্রানাইটের শহর-এভারডিন
আদ্রিয়াটিকের দয়িতা-ভেনিস
আদ্রিয়াটিকের রাণী-ভেনিস
 গগনচুম্বী অট্টালিকার শহর-নিউইয়র্ক
দক্ষিণের রাণী-সিডনি
দ্বীপের নগরী-ভেনিস
রৌপ্যের শহর-আলজিয়ার্স
নিশ্চুপ সড়ক শহরভেনিস
হাজার হ্রদের দেশ-ফিনল্যান্ড
 শান্ত সড়ক-ভেনিস
হাজার দ্বীপের দেশ-ফিনল্যান্ড
প্রাচ্যের ভেনিস-ব্যাংকক
প্রাচ্যের ডান্ডি-নারায়ণগঞ্জ(বাংলাদেশ)
বাংলার ভেনিস-বরিশাল
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ-আফ্রিকা
হর্ন অফ আফ্রিকা-ইথিওপিয়া
প্রাচীরের দেশ-চীন
আফ্রিকার কিং-ইথিওপিয়া
শ্বেতহস্তীর দেশ/ শ্যামদেশ-থাইল্যান্ড
চীনের নীলনদ-ইয়াংসিকিয়াং
পবিত্র পাহাড়-ফুজিয়ানা(জাপান)
পীত নদীর দেশ-হোয়াংহো
প্রাচ্যের ম্যানচেস্টার-ওসাকা(জাপান)
হলদে নদী-হোয়াংহো
সূর্য উদয়ের দেশ-জাপান
নীল পর্বত-নীলগিরি পাহাড়
প্রাচ্যের গ্রেট ব্রিটেন-জাপান
সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার-ইউক্রেন
ভূমিকম্পের দেশ-জাপান
ম্যাপল পাতার দেশ-কানাডা
সমুদ্রের বধূ-গ্রেট ব্রিটেন
লিলি ফুলের দেশ-কানাডা
সমুদ্রের নদী-গালফ স্ট্রিম
মেডিটেরিয়নের দেশ-জিব্রাল্টার
স্বর্ণ নগরী-জোহান্সবার্গ
ভূমধ্যসাগরের চাবি/প্রবেশদ্বার-জিব্রাল্টার
বিশের রুটির ঝুড়ি-প্রেইরি
হারকিউলিসের স্তম্ভ-জিব্রাল্টার মালভূমি
পিরামিডের দেশ-মিশর
পৃথিবীর ছাদ-পামির মালভূমি
নীল নদের দেশ -মিশর
নিষিদ্ধ দেশ-তিব্বত
পশুপালনের দেশ-তুর্কিস্তান
নিষিদ্ধি শহর-লাসা
পশ্চিমের জিব্রাল্টার-কুইবেক
মুক্তার দেশ-কিউবা
পাকিস্তানের প্রবেশদ্বার-করাচি
মুক্তার দ্বীপ-বাহরাইন
মসজিদের শহর-ঢাকা, ইস্তাবুল
লবঙ্গ দ্বীপ-জাঞ্জিবার
রিক্সার নগরী-ঢাকা
আগুনের দ্বীপ-আইসল্যান্ড
ট্যাক্সির নগরী-মেস্কিকো
পান্নার দ্বীপ-আয়ারল্যান্ড
মটর গাড়ীর শহর-ডেট্রয়েট শহর
পৃথিবীর সুন্দর দ্বীপ-ট্রিস্টিয়ানা-ডি-কানা
মন্দিরের শহর-বেনারস
রাজপ্রাসাদের নগর-কলকাতা
মরুভূমির দেশ-আফ্রিকা
শান্ত সকালের দেশ-কোরিয়া
মহীশুরের বাঘ-টিপু সুলতান
সকালবেলার শান্তি
সোনার অন্তঃপুরে-ইস্তাবুল
পৃথিবীর চিনির আধার-কিউবা
পঞ্চনদের দেশ-পাঞ্জাব
ভারতের রোম-দিল্লি
ভাটির দেশ-বাংলাদেশ
ভারতের উদ্যান-লখনৌ
পৃথিবীর ব-দ্বীপ
ভারতের প্রবেশদ্বার-মুম্বাই
বাংলাদেশের প্রবেশদ্বার-চট্টগ্রাম
ব্রিটেন বাগান-কেন্ট
কানাডার প্রবেশদ্বার-সেন্ট-লরেন্স

কি ভাবে কাজে অথবা পড়ালেখায় মনোযোগী হবেন


কি ভাবে কাজে অথবা পড়ালেখায় মনোযোগী হবেন।

গবেষণায় দেখা গেছে, মানুষের মনোযোগের দৈর্ঘ্য গড়ে ৮ সেকেন্ডর বেশি নয়। বেশির ভাগ মানুষ ৮ সেকেন্ড যেতে না যেতেই মনোযোগ হারিয়ে ফেলেন। আবার অনেকে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতেও পারেন । আপনি হয়তো পড়তে বসেছেন, জরুরি কোনো অ্যাসাইনমেন্টতৈরি করুনছেন কিংবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এর ফাঁকে মনোযোগ ছুটে যাচ্ছে বারবার। কীভাবে মনোযোগী হবেন? এমন  ১০টি পরামর্শ দেওয়া হল যেটি আপনার কাজে আসতে পারে।
* কাজের ফাঁকে মিষ্টিজাতীয় কিছু কিংবা চা-কফি খেতে পারেন। গ্লুকোজ আর ক্যাফেইন, দুটোই মনোযোগ বাড়াতে সাহায্য করে।
* একটা নিরিবিলি জায়গা খুঁজে নিন। গাড়ির হর্নের শব্দ কিংবা শিশুর চিৎকার-চেঁচামেচি খুব দ্রুত মনোযোগে ব্যাঘাত ঘটায়।
* মুঠোফোন, কম্পিউটার বা ইন্টারনেট যখন ব্যবহার করুনছেন না, সেগুলো বন্ধ রাখুন।
* টেবিল গুছিয়ে রাখুন। অগোছালো টেবিল আপনার মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে।
* একসঙ্গে সব কাজ নিয়ে না বসে কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নিন। কী কী কাজ করতে হবে, এর একটা তালিকা তৈরি করে নিন।
* একটানা কাজ না করে কাজের ফাঁকে বিরতি নিন। পরিমিত বিরতি আপনার সময় নষ্ট করুনবে না, বরং সময় বাঁচাবে।
* সময় ঠিক করে নিন। আগামী আধা ঘণ্টার মধ্যে আমি ঐ কাজটা শেষ করুনব।এমন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন
* লক্ষ্য পূরণ হলে নিজেই নিজেকে পুরস্কার দিন। সেই পুরস্কার হতে পারে কিছুক্ষণের বিরতি, খাবার কিংবা অন্য কিছু।
* হেডফোন কানে থাকলে অনেকের মনোযোগ দিতে সুবিধা হয়। শব্দ কমিয়ে গানও শুনতে পারেন।
* যদি একা পড়ালেখা বা কাজে মন বসাতে না পারেন, একজন জুতসই সঙ্গী খুঁজে নিন। অনেক সময় দুজন মিলে কাজ করলে মনোযোগ দেওয়া অত্যন্ত সহজ  হয়।

Tuesday, July 31, 2018

9geography

1.পৃথিবীর গড় ব‍্যাসার্ধ কত? @6400km ।
2.পৃথিবীর আকৃতি গোল কে প্রথম বলেছিলেন? @
3.কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন? @এরাটোস্থেনিস ।
4.দিগন্তরেখা কাকে বলে?
@দিগন্তরেখা:- সমুদ্রের ধারে কিংবা বিশাল ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্তরেখায় মিশে গেছে। একে দিগন্ত রেখা বলে।
5.বেডফোর্ড লেভেলের পরীক্ষা কে করেছিলেন? @আলফ্রেড রাসেল ওয়ালেস।
6.পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কী? @ইউরি গ‍্যগারিন।
7.পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী? @ভ‍্যালেন্তিনা তেরোস্কোভা।
8.ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী? @রাকেশ শর্মা।
9.মহাকাশ থেকে পৃথিবীর বনভূমি, তৃণভূমি ও মরুভূমি কী রঙের দেখায়? @নীলাভ সবুজ, ফিকে হলুদ, রক্তাভ হলুদ।
10.পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব‍্যাসের দৈর্ঘ্য কত? @নিরক্ষীয় ব‍্যাস-12757km মেরু ব‍্যাস-12714km।
11.পৃথিবীর অভিগত গোলাকৃতির অন‍্যতম অপ্রত‍্যক্ষ প্রমাণগুলি কী কী?
@পৃথিবীর গোলাকৃতির অপ্রত‍্যক্ষ প্রমাণ:-
i) পৃথিবীর গোলাকার ছায়াতত্ব:-চন্দ্রগ্রহণের সময় চাঁদে পড়া পৃথিবীর ছায়া গোলাকার হয়। যেহেতু গোলাকার বস্তুর ছায়া গোলাকার হয়। তাই বলা যায় পৃথিবীর আকৃতি গোল।
ii)সূর্যাস্ত ও সূর্যোদয়:-পৃথিবী চ‍্যাপ্টা বা সমতল হলে সূর্যাস্ত ও সূর্যোদয় একত্রে হত কিন্ত পৃথিবী গোলাকারের জন‍্য পূর্বের দেশগুলিতে আগে ও পশ্চিমের দেশগুলিতে পরে সূর্যাস্ত ও সূর্যোদয় হয়।
iii)গোলাকার তত্ব:-দূরবিনের সাহায‍্যে‍ দেখা যায় গ্রহগুলি গোলাকার।
iv)গোলাকার সমুদ্রপৃষ্ঠ:-কোনো জাহাজ সমুদ্রের তীরের দিকে আসার সময় প্রথমে তার মাস্তল ও পরে তার এক এক অংশ এবং শেষে পুরো জাহাজটি দৃশ‍্যমান হয় এর থেকে বলা যায় পৃথিবী গোলাকার।
v)দিগন্ততরেখা:-সমুদ্রের ধারে কিংবা বিশাল ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃওরেখায় মিশে গেছে। পৃথিবী গোল বলেই এটি সম্ভব।
12.জিওড কী?
@জিওড কথার অর্থ পৃথিবীর মতো বা পৃথিবীর সদৃশ।অর্থাৎ পৃথিবীর আকৃতি কিছুটা কমলালেবুর মতো হলেও পুরো কমলালেবুর মতো নয়। যেহেতু পৃথিবীর আকৃতিকে অন্য কোন আকৃতির সাথে মিলানো যায় না। তাই বলা যায় যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড।
13.সৌরপরিবারে অন্তস্থ ও বহিস্থ গ্রহগুলি কী কী?
@অন্তস্থ গ্রহ--বুধ,শুক্র,পৃথিবী, মঙ্গল।(4টি)
বহিস্থ গ্রহ--বৃহস্পতি, শনি,ইউরেনাস, নেপচুন।(4টি)
14.মঙ্গল কে লাল গ্রহ বলা হয় কেন?
@মঙ্গলে ফেরাস অক্সাইডের উপস্থিত থাকার জন্য লাল রঙের দেখতে হয়। তাই মঙ্গলকে লালগ্রহ বলে।
15.পৃথিবীর গড় ব‍্যাস কত? @12800km
16.আয়তন ও দূরত্বের বিচারে পৃথিবীর স্থান কত? @৫ম ও ৩য়।
17.GPS এর পুরো নাম কী? @global positioning system.
18.বর্তমানে কতগুলি স‍্যাটেলাইট বা উপগ্রহ GPS ব‍্যবস্থায় কার্যকরী আছে? @24টি।
19.দূরসংবেদন কী? @কোন রকম ভৌত যোগাযোগ ছাড়া দূরের কোন বস্ত সম্পর্কে তথ্য সংগ্রহ প্রক্রিয়াকে দূর সংবেদন বলে।
20.কোন মহাকাশ যানের সাহায‍্যে‍ প্রথম কারা চন্দ্রে অভিযান করেছিলেন? @1969 খ্রীস্টাব্দে অ্যাপেলো-11 মহাকাশযানের সাহায‍্যে মাইকেল কলিন্স ও অ্যলউইন অলড্রিন চন্দ্র অভিযান করেছিলেন।
21.GPS কী? এর ব‍্যবহার লেখ।
@ ^কৃত্রিম উপগ্রহের সাহায্যে দূর সংবেদন এর মাধ্যমে পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়কেই বলা হয় GPS।
^^ব‍্যবহার:-
(i) পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়।
(ii)দেশের প্রতিরক্ষার কাজে।
(iii) বিমান ও জাহাজ যাত্রায় উচ্চতা ও অবস্থান নির্ণয়ে।
(iv)ঊধ্ব বায়ুমণ্ডলের আবহাওয়া নির্ণয়ে।
(v)সঠিক সময় নির্ণয়ে।
(vi)ত্রাণ ও উদ্ধারকার্যে।
(vii)মৎস‍্য শিকারে।
(viii)দামি মোবাইলে।
(ix)বর্তমানে অচেনা পথে গাড়িকে পথ দেখাতে।

2nd part

1.সূর্য কোন ছায়াপথে ঘুরছে@আকাশগঙ্গা।
2.অহ্ন কথার অর্থ কী@দিন।
3.কোন গ্রহের একদিন এক বছরের চেয়ে বেশি@শুক্র।
4.পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবথেকে বেশি@নিরক্ষরেখায় ।
5.পৃথিবীর কোথায় 6 মাস দিন ও 6 মাস রাত্রি পরিলক্ষিত হয়@মেরু অঞ্চলে।
6.পৃথিবীর আবর্তনের বেগ প্রায় নিঃশেষ হয়ে যায় কোথায়@মেরু অঞ্চলে।
7.পৃথিবীর আবর্তনের ফলে কি কি হয়@দিন-রাত্রি হয়।
8.ছায়াবৃত্ত কী?
@যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখা পৃথিবীর দিনের আলোর আলোকিত অংশ এবং রাতের অন্ধকারঅন্ধকারাচ্ছন্ন অংশকে পৃথক করে, তাকে ছায়াবৃত্ত বলে।
9.কোরিওলিস বল কাকে বলে?
 @পৃথিবীর আবর্তনজনিত যে বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত ও পৃথিবীপৃষ্ঠের যে কোনো গতিশীল বস্তুর দিকবিক্ষেপ বা গতিবিক্ষেপ ঘটে, তাকে কোরিওলিস বল বলে।
10.ফেরলের সূত্রটি কী?
@পৃথিবীর কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোতের গতিপথ উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়। বিজ্ঞানী ফেরল এটি প্রথম লক্ষ‍্য করেন বলে এটি ফেরলের সূত্র নামে পরিচিত ।
11.পৃথিবীর মেরুরেখা বা অক্ষটি তার উল্লম্বরেখার সঙ্গে কত ডিগ্রি কোনে হেলে থাকে?
@66(1÷2)° ৷
12.পৃথিবীর পরিক্রমণের বেগ কত?
@প্রতি সেকেণ্ডে 30km ।
13.অধিবর্ষ কী?
@পৃথিবীর সূর্য পরিক্রমণে সময় লাগে 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেণ্ড বা 365 দিন 6 ঘণ্টা, হিসাবের সুবিধার্থে 4 বছর অন্তর 1 দিন অতিরিক্ত ফেব্রুয়ারি মাসের দিনসংখ‍্যা বাড়িয়ে নেওয়া হয় ও বছরটিকে 365 দিনের পরিবর্তে 366 দিনের করা হয়। এরকম 366 দিন সংখ‍্যা বছরটিকে অধিবর্ষ বা leap year বলে ।
14.পৃথিবীর অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কাকে বলে?
@পৃথিবী সূর্য পরিক্রমণকালে 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক প্রায় 15 কোটি 20 লক্ষ km হয়, সূর্য থেকে পৃথিবীর এই দূরত্বকে অপসূর অবস্থান বলে ।
3রা জানুয়ারী সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম 14 কোটি 70 লক্ষ km হয়, সূর্য থেকে পৃথিবীর এই দূরত্বকে অনুসূর অবস্থান বলে ।
15.পৃথিবীর অপসূর অবস্থান ও অনুসূর অবস্থানের পার্থক‍্য লেখ?
@
@@@@@@@@@@@
16.সূর্যের আপাত বার্ষিক গতিকে কী বলা হয়?@রবিমার্গ।
17. বিষুব কথার অর্থ কী?@সমান দিন-রাত।
18.মহাবিষুব ও জলবিষুব কোন তারিখকে বলা হয়?@
19.কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কোন তারিখকে বলা হয়?@
20.কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ‍্যে পার্থক্য লেখ?
@
21.জলবিষুব কাকে বলে?@
22.মহাবিষুব কাকে বলে?@


3rd period

1.অক্ষাংশ কাকে বলে?@
2.উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায‍্যে দিগনির্ণয় করা হয়?@ধ্রুবতারা।
3.দিগনির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?@সেক্সট‍্যান্ট ।
4.কলকাতার প্রমাণ দ্রাঘিমা কত?@
5.অক্ষরেখা কাকে বলে?@
6.অক্ষরেখার বৈশিষ্ঠগুলি লেখ।
@
7.নিরক্ষরেখার অপর নাম কী?@বিষুবরেখা।
8.উত্তরায়ন ও দক্ষিণায়নের শেষ সীমা কোনটি?@কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা।
9.পৃথিবীর তাপবলয়গুলি কী কী?
@উষ্ণমণ্ডল,নাতিশীতোষ্ণমণ্ডল,হিমমণ্ডল।
10.দ্রাঘিমারেখার অপর নাম কী?@
11.দ্রাঘিমারেখা কাকে বলে?@
12.মূলমধ‍্যরেখার মান কত?@
13.মূলমধ‍্যরেখা কাকে বলে?@
14.সময় গনণায় মূলমধ‍্যরেখার গুরুত্ব কী?
@
15.অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক‍্য কী?
@
16.প্রমাণ সময় কাকে বলে?
@
17.রাশিয়ার প্রমাণ দ্রাঘিমা কটি?@
18.স্থানীয় সময় কাকে বলে?
@
19.কোন ঘড়ির সাহায‍্যে গ্রিণউইচের সময় মাপা হয়?@ক্রোনোমিটার।
20.A.M ও P.M বলতে কী বোঝ?
@
21.মহাবৃত্ত কী? বৈশিষ্ট্য লেখ ।@
22.প্রতিপাদ স্থান কাকে বলে?
@
23. আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে? এর মান কত?

My best friend

I have a number of friends in my class as well as in my neighborhood. But Rupam is my best friend. He reads in my class. He accompaies me regularly to school and returns home with me. In the school we share our tiffin and sit on the bench whenever I face any me his valuable advice and suggestion. Such a friend is rarely found.

The cow

The cow is a domestic animal. It is found in almost all countries in the world. It has four leg, two big eyes, two big ears and a long tail. It's body is covered with short hair. Cow eats grass, leaves of the trees and straw. It gives us milk which is nutritious drink. Many sweets are made from milk.

নিতি বাক‍্য

সদা সত্য কথা বলবে। মিথ্যা কথা বলা ভালো নয়। নিত্য লেখা ও পড়া অভ‍্যাস করা উচিত। বাবা মার অবাধ্য হয়ো না। গুরুজনদের মান‍্য কর তবেই কল‍্যাণ হবে।
নম্র ও ভদ্র হও। দরিদ্রকে দান কর। আগ্রহ নিয়ে কাজ কর। প্রেম প্রীতির সাহায‍্যে সকলের মন জয় কর। ছলনার আশ্রয় নিও না। বেশি গর্ব করা ভালো নয় । বৃথি তর্ক করবে না। দুর্জনের ছলের অভাব হয় না। বর্ষাকালে সর্পের ভয় বেশি। অর্থই অনর্থের মূল। বিদ‍্যার দেবী সরস্বতী। পূজায় বিল্বফল ও বিল্বপত্র লাগে।

একা আন্দোলন

অসহযোগ-খিলাফত আন্দোলনের সময় উওরপ্রদেশে মাদারি পাসির নেতৃত্বে হরদই, সীতাপুর, বরাইচ জেলায় যে কৃষক আন্দোলন হয় তা একা বা একতা আন্দোলন নামে পরিচিত।
বৈশিষ্ট্য :-(১)কৃষক ঐক্য প্রতিষ্ঠা এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। শপথ গ্রহণের মাধ্যমে এই ঐক্য সুদৃঢ় হত।
(২) এই আন্দোলন ছিল জঙ্গি প্রকৃতির। জমিদার ও ইংরেজদের আন্দোলনকারীরা মনে করত।
(৩) কৃষিজীবী ছাড়া সমাজের অন‍্য পেশার মানুষদের কথা এতে ভাবা হয়নি।
(৪) মাদারি পাসি ছিলেন নিম্নবর্গের মানুষ। তাই তাঁর আন্দোলনের প্রাণশক্তি ছিল নিম্নবর্গেগের কৃষকরা।

Monday, July 30, 2018

MADHYAMIK SOLUTION PROBLEM

  • প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে ভাল করে পড়ে দেখে নাও কোন প্রশ্নগুলির উত্তর তুমি সহজে করতে পারবে; সেগুলি আগে করে নাও, এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে। 
  • সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৩৬ নম্বরের। বিষয়ভিত্তিক ধারণা থাকলে এখানে একেবা
  • উত্তরের জন্য প্রয়োজনীয় রাফ কাজ পৃষ্ঠার ডান দিকে মার্জিন টেনে করতে পারো। 
  • অযথা স্টেপ জাম্প করতে যেও না। এতে ভুল হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনই নম্বর হারানোর ভয় থাকে। 
  • উপপাদ্য এবং তার প্রয়োগের প্রশ্নে ছবি যথাযথ ভাবে আঁকতে চেষ্টা করবে, কারণ এর জন্য নম্বর বরাদ্দ থাকে। 
  • পরিমিতি ও ত্রিকোণমিতির প্রশ্নে যদি ছবি দাও, তবে তা সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করবে। অর্থাৎ কী বোঝাতে চেয়েছ, তা উল্লেখ করবে।
  • রে ফুল মার্কসই তুমি পেতে পারো।
  • একটি প্রশ্নের উত্তর শেষ করার পরে ২ ইঞ্চি মতো ফাঁক রেখে পরবর্তী উত্তর শুরু করো। রিভাইজ করার সময়ে যদি কোনও ভুল চোখে পড়ে, তা হলে ওই জায়গাটি ব্যবহার করতে পারো সংশোধনের জন্য। 
  • ভেদ ও অনুপাতের অঙ্কে ধ্রুবক ব্যবহার করলে তা অবশ্যই উল্লেখ করবে। যেমন: k হল ভেদ ধ্রুবক ইত্যাদি। 
  • বর্গমূল করার সময়ে ধনাত্মক ও ঋণাত্মক উভয় মূলই লিখবে। যেমন: 
  • x2=16,
    অতএব, x=4, -4
    যেহেতু x হল দৈর্ঘ্যের মান, তাই x=-4 গ্রহণযোগ্য নয়।
    • উত্তর লেখার সময়ে রাশি অনুযায়ী একক অবশ্যই উল্লেখ করবে। যেমন: বৃত্তের ক্ষেত্রফল ৪২ বর্গসেমি, অথবা গোলকের ঘনফল ৪২ ঘনসেমি। 
    • কোনও উত্তর যদি সম্পূর্ণ না-ও করতে পারো, তা কেটে দিও না। কারণ যতটুকু করেছ, তা যদি সঠিক হয়, তা হলে কিছু নম্বর পেতে পারো। 
    শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছু কথা মাথায় রেখো:
    • বীজগণিত, পরিমিতি ও ত্রিকোণমিতির সূত্রগুলি আর এক বার ঝালিয়ে নাও। 
    • সম্পাদ্যের প্রশ্নে অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত অঙ্কনে পরিমাপ যথাযথ না হলে বা কম্পাস সামান্য সরে গেলে অঙ্কনে ত্রুটির আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে স্পর্শক বা মধ্যসমানুপাতী সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর করতে পারো। 
    • পাটীগণিতে একটি প্রশ্ন সুদকষা এবং অন্যটি অংশীদারী কারবার থেকে আসবে বলে আশা করতে পারো। 
    • বৃত্তের মধ্যে নানা কোণ এবং স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলি ভাল ভাবে তৈরি করবে। 
    • পাঠ্যপুস্তকের অনুশীলনীর পাশাপাশি কষে দেওয়া উদাহরণগুলি ভাল করে অভ্যেস করে নাও; বিশেষ করে জ্যামিতির প্রয়োগ ও ত্রিকোণমিতির উচ্চতা-দূরত্ব সম্পর্কীয় প্রশ্নগুলি। 
    পরিশেষে বলব, অযথা উদ্বিগ্ন হয়ো না। সমস্ত ছাত্রছাত্রীর কথা মাথায় রেখেই প্রশ্নপত্র তৈরি হয় এবং উত্তরপত্র মূল্যায়ন করা হয়। তাই আত্মবিশ্বাস রেখেই পরীক্ষা দাও। সকলের সাফল্য কামনা করি।