কি
ভাবে কাজে অথবা পড়ালেখায় মনোযোগী হবেন।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW3ytOTGvZVTlSafEStCBtcLF72QvjjpBc3ZwDLzQw75O7_kIokARLKKa8nj0Pu9bFPSoljSoNm-r6ypnxXwFhmxyJ1Xh4N6rH7xTFxLchP7SzqPhyphenhyphen19u2mhcgY6ODPurFmuNSmJUlDmdv/s1600/images+%252812%2529.jpg)
* কাজের ফাঁকে মিষ্টিজাতীয় কিছু কিংবা
চা-কফি খেতে পারেন। গ্লুকোজ আর ক্যাফেইন, দুটোই মনোযোগ বাড়াতে
সাহায্য করে।
* একটা নিরিবিলি জায়গা খুঁজে নিন।
গাড়ির হর্নের শব্দ কিংবা শিশুর চিৎকার-চেঁচামেচি খুব দ্রুত মনোযোগে ব্যাঘাত ঘটায়।
* টেবিল গুছিয়ে রাখুন। অগোছালো টেবিল
আপনার মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে।
* একসঙ্গে সব কাজ নিয়ে না বসে কাজগুলো
ছোট ছোট ভাগে ভাগ করে নিন। কী কী কাজ করতে হবে, এর একটা
তালিকা তৈরি করে নিন।
* একটানা কাজ না করে কাজের ফাঁকে বিরতি
নিন। পরিমিত বিরতি আপনার সময় নষ্ট করুনবে না, বরং সময়
বাঁচাবে।
* সময় ঠিক করে নিন। ‘আগামী আধা ঘণ্টার মধ্যে আমি ঐ কাজটা শেষ করুনব।’ এমন ছোট ছোট লক্ষ্য
ঠিক করুন
* লক্ষ্য পূরণ হলে নিজেই নিজেকে
পুরস্কার দিন। সেই পুরস্কার হতে পারে কিছুক্ষণের বিরতি, খাবার
কিংবা অন্য কিছু।
* হেডফোন কানে থাকলে অনেকের মনোযোগ
দিতে সুবিধা হয়। শব্দ কমিয়ে গানও শুনতে পারেন।
* যদি একা পড়ালেখা বা কাজে মন বসাতে না
পারেন, একজন জুতসই সঙ্গী খুঁজে নিন। অনেক সময় দুজন মিলে কাজ
করলে মনোযোগ দেওয়া অত্যন্ত সহজ হয়।
No comments:
Post a Comment