Thursday, August 16, 2018

মৃত্তিকার উর্বরতা

Soil fertility
মৃত্তিকার উর্বরতা শক্তি একটি বিশেষ গুণ যার উপর উদ্ভিদের সুস্থ বৃদ্ধি তথা উৎপাদিকা শক্তি সর্বাপেক্ষা অধিক নির্ভরশীল। উর্বর মাটি গাছের উৎপাদিকা শক্তি সুনিশ্চিত করে। উর্বরতা এমন একটি গুন যা মাটিতে উপযুক্ত যৌগিক পদার্থের পরিমিত পরিমাণ এবং বিশেষ ধরনের গাছের উৎপাদন ক্ষমতাকে বোঝায়। অন‍্যভাবে বলা যায় মৃত্তিকার উর্বরতা বলতে বোঝায়  মৃত্তিকার অন‍্যান‍্য ভৌত ও রাসায়নিক গুনাগুনের সমষ্টিগত ফল 

No comments: