VERTICAL DISTRIBUTION OF TEMPARETURE
Introduction:- তাপমাত্রার উল্লম্ব বণ্টন বলতে বায়ুমণ্ডলের গভীরতা অনুযায়ী তাপের বণ্টনকে বোঝায়। উষ্ণতার উল্লম্ব বণ্টন সাধারণত বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উষ্ণতার হ্রাস বৃদ্ধির দ্বারা নির্ণয় করা হয়।
ভূ-পৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায়, একটি নির্দিষ্ট হারে অর্থাৎ প্রতি km উচ্ছতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4℃ হারে উত্তাপ হ্রাস পায়। একে Lapse rate বলা হয়।
Vertical Distribution of temperature in different Latest:- বায়ুমণ্ডলের উষ্ণতার উল্লম্ব বণ্টন বিভিন্ন স্তরের উষ্ণতার হ্রাস-বৃদ্ধির পরিপেক্ষিতে নির্ণয় করা হয়। নিম্নে বিভিন্ন স্তরের উষ্ণতার উল্লম্ব বণ্টন দেওয়া হল-
1. Troposphere:-
Introduction:- তাপমাত্রার উল্লম্ব বণ্টন বলতে বায়ুমণ্ডলের গভীরতা অনুযায়ী তাপের বণ্টনকে বোঝায়। উষ্ণতার উল্লম্ব বণ্টন সাধারণত বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উষ্ণতার হ্রাস বৃদ্ধির দ্বারা নির্ণয় করা হয়।
ভূ-পৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায়, একটি নির্দিষ্ট হারে অর্থাৎ প্রতি km উচ্ছতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4℃ হারে উত্তাপ হ্রাস পায়। একে Lapse rate বলা হয়।
Vertical Distribution of temperature in different Latest:- বায়ুমণ্ডলের উষ্ণতার উল্লম্ব বণ্টন বিভিন্ন স্তরের উষ্ণতার হ্রাস-বৃদ্ধির পরিপেক্ষিতে নির্ণয় করা হয়। নিম্নে বিভিন্ন স্তরের উষ্ণতার উল্লম্ব বণ্টন দেওয়া হল-
1. Troposphere:-
No comments:
Post a Comment