15.
কে.সি. হোয়ারের মতে যুক্তরাষ্ট্রের সংজ্ঞা
কে.সি. হোয়ারের মতে, যুক্তরাষ্ট্র হল সংবিধান কর্তৃক কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার গুলির মধ্যে এক প্রকারের ক্ষমতার বন্টন যাতে উভয় সরকার নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে কাজ কর্ম পরিচালনা করতে পারে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতা বৃদ্ধির কারণ
সাম্প্রতিককালে সারা পৃথিবী জুড়েই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্রগুলিতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানে এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতা বলে আখ্যা দেয়া হয়েছে। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ কে.সি. হোয়ারের মতে,
1) যুদ্ধ
2)আর্থিক সংকট
3)জনকল্যাণকর কাজকর্মের সম্প্রসারণ এবং
4)শিল্প ও পরিবহনের ক্ষেত্রে যান্ত্রিক বিপ্লব মূলত চারটি কারণে কেন্দ্র প্রবণতা দেখা যায়।
যুদ্ধ ও যুদ্ধের আশঙ্কা অর্থনৈতিক সংকট জনকল্যাণমূলক কর্মসূচি শিল্প পরিবহন উন্নতি ও অর্থনৈতিক পরিকল্পনা আন্তর্জাতিক পরিস্থিতি
No comments:
Post a Comment