রাষ্ট্রের উৎপত্তি ঘটে বহুকাল আগে প্রাচীন গ্রীসে। রাষ্ট্র বলতে গ্রীক দার্শনিকরা polis ব্যবহার করতেন। রোমান দার্শনিকরা রাষ্ট্রকে অভিহিত করেছেন civitas নামে। পরে টিউটানরা বৃহৎ রাষ্ট্রের সর্বপ্রথম কথা তুলে ধরেন। রাষ্ট্রকে তাঁরা status অ্যা্যাখ্যা দেন। ষোড়শ শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকিয়াভেলি তার The Prince গ্রন্থে State শব্দটি প্রথম ব্যবহার করেন। সমাজের মৌলিক ও সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান হল রাষ্ট্র। সমাজ বিকাশের একটি নির্দিষ্ট স্তরে রাষ্ট্রের জন্ম। কিন্তু কখন ও কীভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটে, সেসম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ দেখা যায়। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক তত্বগুলির মধ্যে দুটি মূল ধারা রয়েছে। সেগুলি হল: i) দার্শনিক তত্ত্ব এবং ii) ঐতিহাসিক তত্ত্ব। দার্শনিক পদ্ধতির মাধ্যমে গবেষণা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যেসব তত্ত্ব তুলে ধরা হয়েছে, সেগুলি হল-- ঐশ্বরিক উৎপত্তিবাদ, বলপ্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তিবাদ। অন্যদিকে, ঐতিহাসিক পদ্ধতি অবলম্বন করে গড়ে উঠেছে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ।
No comments:
Post a Comment